আর এস খতিয়ান যাচাই আর এস খতিয়ান অনুসন্ধান করুন 

জমির সঠিক মালিকানা চেক করতে আর এস খতিয়ান অনুসন্ধান করা অনেক জরুরী। বর্তমানে ঘরে বসে আর এস খতিয়ান যাচাই করতে পারবেন ১ মিনিটে। আর এস খতিয়ান অনলাইন চেক কিভাবে করতে হয় আজকের পোস্ট থেকে বিস্তারিত জেনে নিন। 

আর এস খতিয়ান যাচাই যা যা লাগবে-

  • বিভাগ;
  • জেলা;
  • উপজেলা;
  • মৌজা;
  • খতিয়ান নং/দাগ নাম্বার/মালিকের নাম। 

আর এস খতিয়ান যাচাই পদ্ধতি 

আর এস খতিয়ান যাচাই করতে প্রথমে eporcha.gov.bd এই ওয়েবসাইটে ভিজিট করবেন। তারপরে, সার্ভে খতিয়ান অপশন সিলেক্ট করে উক্ত জমির বিভাগ, জেলা, উপজেলা, খতিয়ানের ধরণের জায়গায় আর এস নির্বাচন ও মৌজা সিলেক্ট করুন। এবার খতিয়ান নাম্বার দিয়ে খুজুন বাটনে ক্লিক করলে আর এস খতিয়ানের তথ্য চলে আসবে। 

আর এস খতিয়ান অনুসন্ধান করুন 

  • প্রথমে eporcha.gov.bd ওয়েবসাইটে ভিজিট করে সার্ভে খতিয়ান অপশন নির্বাচন করুন;
  • তারপরে জমির বিভাগ, জেলাউপজেলা নির্বাচন করুন;
  • এবার খতিয়ানের ধরণ অপশন থেকে আরএস খতিয়ান নির্বাচন করবেন; 
  • এই পর্যায়ে জমির সঠিক মৌজা নির্বাচন করে দিবেন;
  • এরপরে খতিয়ান নাম্বার জানা থাকলে খতিয়ান নং এর ঘরে সেটি লিখে খুজুন বাটনে ক্লিক করবেন; 
  • খতিয়ান নং না থাকলে অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করুন দাগ নাম্বার অথবা মালিকের নাম দিয়ে খুজুন বাটনে ক্লিক করে দিবেন।

আপনার প্রদত্ত তথ্য যদি সঠিক থাকে তাহলে আরএস খতিয়ান সম্পর্কিত জমির সকল তথ্য দেখতে পারবেন।

আরও পড়ুন — নাম দিয়ে জমির মালিকানা যাচাই

আর এস খতিয়ান অনলাইন চেক 

ধাপ ১ঃ আর এস খতিয়ান অনলাইনে চেক করতে ই পর্চা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। 

ধাপ ২ঃ তারপরে সার্ভে খতিয়ান অপশন নির্বাচন করে জমির সঠিক বিভাগ, জেলা এবং উপজেলা নির্বাচন করে দিবেন। 

ধাপ ৩ঃ এখন খতিয়ানের ধরণ থেকে আরএস খতিয়ান নির্বাচন করবেন। 

ধাপ ৪ঃ এবার মৌজা অপশন থেকে সঠিক মৌজা নির্বাচন করবেন। 

ধাপ ৫ঃ এরপরে খতিয়ান নং এর ঘরে সঠিক খতিয়ান নাম্বার বসাবেন। সবশেষে খুজুন বাটনে ক্লিক করুন। 

আর এস খতিয়ান যাচাই

ব্যাস, প্রদত্ত তথ্য যদি সঠিক থাকে তাহলে আরএস খতিয়ান এর সকল তথ্য যেমন: জমির আসল মালিক কে, জমির পরিমাণ এবং অন্যান্য সকল তথ্য চলে আসবে। 

আরও পড়ুন — নাম দিয়ে জমির দলিল চেক করুন

www.land.gov.bd আর এস খতিয়ান

এজন্য প্রথমে www.land.gov.bd ওয়েবসাইটে ভিজিট করে স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ অপশনে ক্লিক করবেন। এরপরে যথাক্রমে সার্ভে খতিয়ান সিলেক্ট করে উক্ত জমির বিভাগ, জেলা ও উপজেলা সিলেক্ট করুন। 

এবার খতিয়ানের ধরণ থেকে আরএস সিলেক্ট করে সঠিক মৌজা সিলেক্ট করবেন। এরপরে খতিয়ান নং এর ঘরে খতিয়ানের নাম্বার লিখে খুজুন বাটনে ক্লিক করলেই আর এস খতিয়ানের তথ্য পাবেন। 

আর এস খতিয়ান যাচাই

এখন যদি উক্ত জমির খতিয়ান নাম্বার না থাকে তাহলে দাগ নাম্বার এবং মালিকের নাম দিয়েও খতিয়ানের তথ্য বের করতে পারবেন। এজন্য নিচে থাকা অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে দাগ নাম্বার অথবা মালিকের নাম লিখে খুজুন বাটনে ক্লিক করুন। অতঃপর আর এস খতিয়ানের তথ্য দেখতে। 

ভূমি সেবা আর এস খতিয়ান চেক করুন 

ভূমি সেবা আর এস খতিয়ান যাচাই করার জন্য www.land.gov.bd এই ওয়েবসাইটে ভিজিট করুন। এরপরে স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ বাটনে ক্লিক করবেন। এখন সার্ভে খতিয়ান নির্বাচন করে জমির বিভাগ, জেলা এবং উপজেলা নির্বাচন করবেন। বিষয়টি আরো সহজভাবে বুঝানোর জন্য নিচের ছবি ফলো করুন। 

আর এস খতিয়ান যাচাই

এরপরে খতিয়ান ধরন থেকে আর এস নির্বাচন নির্বাচন করুন। অতঃপর মৌজা নির্বাচন করে খতিয়ান নং লিখে খুজুন বাটনে ক্লিক করে দিবেন। 

ব্যাস, এভাবেই ভূমি সেবা ওয়েবসাইটের মাধ্যমে যেকোনো জমির আর এস খতিয়ানের তথ্য চেক করতে পারবেন। 

FAQ’s 

আর এস খতিয়ানের তথ্য না পেলে করণীয় কি? 

উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে যদি আর এস খতিয়ানের তথ্য না আসে তাহলে স্থানীয় ভূমি অফিসে যোগাযোগ করুন। 

আর এস খতিয়ানের তথ্য দেখতে কত টাকা লাগবে? 

অনলাইনে আর এস খতিয়ানের তথ্য দেখতে কোন টাকা লাগবে না। সম্পূর্ণ ফ্রিতে অনলাইনে আর এস খতিয়ান যাচাই করতে পারবেন।

এই সম্পর্কিত আরও পোস্ট

One Comment

  1. Pingback: জমির মালিকানা যাচাইয়ের সহজ পদ্ধতি জানুন - Max Trade

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *