সর্বশেষ ভূমি আইন অনুসারে, জমির দলিল যার জমি তার। এজন্য জমি কেনার আগে দলিল চেক করা অত্যন্ত জরুরী। অনেকের মনে করেন অনলাইনে জমির দলিল চেক করি যায়। তাই চলুন নাম দিয়ে জমির দলিল চেক করা যায় কিনা তা জেনে নেই।
যেকোনো জমি ক্রয়-বিক্রয় করার আগে সেই জমির মালিকানা যাচাই করা খুবই জরুরী। জমির মালিকানা যাচাই করার মাধ্যমে উক্ত ব্যক্তির নামে জমি আছে কিনা তা জানা যাবে। এজন্য আপনাদের সুবিধার্থে অনলাইনে জমির দলিল চেক করা যাবে কিনা তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ব্লগ পোস্টে।
নাম দিয়ে জমির দলিল বাংলাদেশ
অনেক ব্লগ সাইটে নাম দিয়ে জমির দলিল বের করার অনেক পদ্ধতি দেখানো হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে এখন পর্যন্ত অনলাইনে নাম দিয়ে জমির দলিল চেক করার নিয়ম সরকার চালু করে নাই।
তবে দাতার নাম, তার পিতার নাম এবং গ্রহীতার নাম, তার পিতার নাম দিয়ে জমির দলিল চেক করা যাবে। কিন্তু এই কাজটি আপনি অনলাইনে করতে পারবেন না।
উপরোক্ত তথ্যগুলো সংগ্রহ করে উপজেলা সাব রেজিস্ট্রি বা জেলা সাব রেজিস্ট্রি অফিসে যোগাযোগ করতে হবে। মূলত এই দুটি অফিসেই যেকোন জমির জলিলের কপি পাওয়া যাবে।
আরও পড়ুন — নামজারি খতিয়ান চেক করার নিয়ম
অনলাইনে জমির দলিল চেক করার নিয়ম
অনলাইনে জমির দলিল চেক করা যায় না। জমির দলিল যাচাই করতে আপনার উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করবেন। উপজেলা ভূমি অফিসে যদি জমির দলিলের কপি না থাকা তাহলে সরাসরি জেলা ভূমি অফিসে যোগাযোগ করবেন।
উপজেলা ভূমি অফিস বা জেলা ভূমি অফিসে যোগাযোগ করার পূর্বে দাতার নাম, তার পিতার নাম এবং গ্রহীতার নাম, তার পিতার নাম এই তথ্যগুলো সংগ্রহ করে নিয়ে যাবেন। এর সাথে জমি ক্রয়-বিক্রয়ের সাল জানলে দলিল বের করতে খুব কম সময়ে লাগে।
পুরাতন দলিল বের করুন খুব সহজে নিজের মোবাইল দিয়ে
মোবাইল দিয়ে পুরাতন দলিল বের করার কোন পদ্ধতি বাংলাদেশে এখন পর্যন্ত চালু হয় নি। এ কারণে আপনি কখনো মোবাইল দিয়ে জমির পুরাতন দলিল বের করতে পারবেন না।
আপনার জমির পুরাতন দলিল বের করতে নিজের উপজেলা ভূমি অফিস অথবা জেলা ভূমি অফিসে যোগাযোগ করবেন। কারণ উপজেলা এবং জেলা ভূমি অফিস ছাড়া পুরাতন জমির দলিল খুঁজে পাওয়া যাবে না।
আরও পড়ুন — নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর- FAQ’s
অনলাইনে কি নাম দিয়ে জমির দলিল অনুসন্ধান করা যাবে?
জ্বি না, অনলাইনে নাম দিয়ে জমির দলিল অনুসন্ধান করতে পারবেন না।
জমির দলিল কিভাবে পাওয়া যাবে?
জমির দলিল পাওয়ার জন্য উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে যোগাযোগ করবেন। সাব রেজিস্ট্রি অফিসে সকল দলিলের নকলের কপি রাখা হয়। যদি উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে দলিলের কপি না পান তাহলে জেলা সাব রেজিস্ট্রি অফিসে যাবেন।
জমির দলিল কোথায় পাওয়া যাবে?
জমির দলিল পাওয়ার জন্য উপজেলা সাব রেজিস্ট্রি অফিস অথবা জেলা রেজিস্ট্রি অফিসে যোগাযোগ করবেন।
Hovis gonj jila
Novi gonj
Kurshi mouja
Rabia khatun
Nice
নাম দিয়ে জমির মালিকানা