জমির সঠিক মালিকানা যাচাই করার জন্য জমির দলিল চেক করার কোন বিকল্প নেই। জমির দলিল অনুসন্ধান করার মাধ্যমে কাঙ্ক্ষিত জমির আসল মালিকানা বের করতে পারবেন।
এজন্য কোন জমি কেনার আগে দলিল নাম্বার চেক করে জমির আসল মালিক কে নিশ্চিত হয়ে নিন। তো চলুন, কিভাবে দলিল চেক করতে হয় এ বিষয়ে বিস্তারিত জেনে নেই।
অনলাইনে জমির দলিল চেক করতে উপায়
অনলাইনে জমির দলিল চেক করার কোন সিস্টেম বাংলাদেশে এখনো চালু করা হয় নি। অর্থ্যাৎ, অনলাইনের মাধ্যমে জমির দলিল যাচাই করা যাবে না। জমির দলিল অনুসন্ধান করতে উপজেলা ও জেলা সাব-রেজিস্ট্রি অফিসে যোগাযোগ করতে হবে।
তবে অনলাইনে খতিয়ান নং/দাগ নং দিয়ে জমির মালিকানা চেক করা যাবে। কিভাবে খতিয়ান নাম্বার/দাগ নাম্বার জমির মালিকানা যাচাই করবেন তা দেখে নিন।
আরও পড়ুন — নাম দিয়ে জমির মালিকানা যাচাই
অনলাইনে জমির দলিল যাচাই
যেকোনো জমি ক্রয় করার পূর্বে সেই জমির মালিকানা সঠিক আছে কিনা তা অনুসন্ধান করা আবশ্যক। কিন্তু অনলাইনে জমির দলিল যাচাই করার কোন পদ্ধতি নেই।
জমির দলিল অনুসন্ধান করতে প্রথমে নিকটস্থ সাব-রেজিস্ট্রি অফিসে যাবেন। তারপরে দলিলের তথ্য প্রদান করে দলিল অনুসন্ধান করবেন।
আবার উপজেলা ভূমি অফিসে যেকোনো দলিলের কপি রেব করা যায়। এজন্য উপজেলা ভূমি অফিসে গিয়ে ক্রেতা-বিক্রেতার তার নাম, দলিলের নাম্বার এবং অন্যান্য তথ্য দিয়ে দলিল তল্লাশি করুন।
অনলাইনে দলিল নাম্বার চেক
বাংলাদেশে অনলাইনে দলিল নাম্বার চেক করার কোন পদ্ধতি এখন পর্যন্ত চালু করা হয় নি। তাই আপাতত অনলাইনে দলিল নাম্বার তল্লাশি করতে পারবেন না।
দলিল নাম্বার তল্লাশি করতে নিকটস্থ সাব-রেজিস্ট্রি অফিস, উপজেলা ভূমি অফিস এবং জেলা সাব রেজিস্ট্রি অফিসে যোগাযোগ করবেন।
অনলাইনে জমির মালিকানা বের করুন
অনলাইনে জমির মালিকানা বের করতে land.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন। এখন স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ অপশনে ক্লিক করে জমির বিভাগ, জেলা এবং উপজেলা সিলেক্ট করুন। এরপরে খতিয়ানের ধরণ, মৌজা এবং খতিয়ান নম্বর/দাগ নম্বর দিয়ে খুজুন বাটনে ক্লিক করুন। তাহলে উক্ত জমির মালিকানা যাচাই করতে পারবেন।
I am looking for my father’s document. I really need the document.
আলামিন চার শতাংশ আলামিন