ওয়ারিশ সম্পদ বন্টনের আইন

আমাদের দেশে বাবা-মায়ের রেখে যাওয়া সম্পত্তি বন্টন করা নিয়ে প্রায় ওয়ারিশদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। কিন্তু ইসলামে ওয়ারিশ সম্পদ বন্টনের আইন সম্পর্কে সুস্পষ্ট ধারণা রয়েছে। তাই চলুন, মুসলিম উত্তরাধিকার আইনে ওয়ারিশ সম্পত্তি বন্টন করার সঠিক নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেই। 

ওয়ারিশ সম্পদ বন্টনের আইন

বর্তমান সময়ে ওয়ারিশ সম্পদ বন্টন করতে আর ঝামেলা পোহাতে হবে না। কারণ আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে  তাহলে মাত্র ১ মিনিটে যেকোনো জমির বন্টন হিসাব বের করতে পারবেন। 

বাংলাদেশ সরকার কর্তৃক উত্তরাধিকার অ্যাপ চালু করা হয়েছে। যে অ্যাপের মাধ্যমে এক ক্লিকে জমি বণ্টন বা ভাগ করা যাবে। 

এজন্য গুগল প্লে-স্টোর থেকে উত্তরাধিকার অ্যাপ ইনস্টল করুন। এরপরে উত্তরাধিকার অ্যাপ ওপেন করবেন। তারপরে ওয়ারিশদের সংখ্যা কত তা লিখুন। এবার জমির পরিমাণ লিখে ফলাফল বাটনে ক্লিক করুন। তাহলে প্রত্যেক জন কি পরিমান সম্পত্তি পাবে তার হিসাব চলে আসবে। 

এভাবে মাত্র ১ মিনিটে যেকোনো সম্পত্তির ওয়ারিশগণের মধ্যে মুসলিম বন্টন আইন অনুযায়ী সম্পত্তি ভাগ করতে পারবেন। 

ওয়ারিশ সম্পদ বন্টন করার পদ্ধতি 

বর্তমানে ওয়ারিশ সম্পদ বন্টন অন্য কোথাও যেতে হবে না। ঘরে বসে নিজেই যেকোনো জমি ওয়ারিশদের মধ্যে ইসলামিক নিয়মে বন্টন করে দিতে পারবেন। নিচে ওয়ারিশ সম্পদ বন্টন করার পদ্ধতি উল্লেখ করা হয়েছে। 

ওয়ারিশ সম্পদ বন্টনের আইন

ধাপ ১ঃ সর্বপ্রথম গুগল প্লে-স্টোর থেকে উত্তরাধিকার অ্যাপ্লিকেশন ইনস্টল করুন। এবার অ্যাপটি ওপেন করতে হবে। 

ওয়ারিশ সম্পদ বন্টনের আইন

ধাপ ২ঃ এখন যে ব্যক্তির সম্পত্তি বন্টন করতে চাচ্ছেন তার কতজন ওয়ারিশ রয়েছে তা লিখতে প্লাস আইকনে ক্লিক করুন। অর্থাৎ, আপনার দাদা/দাদী অথবা বাবা/মায়ের কতজন ওয়ারিশ আছে সেই ওয়ারিশদের সংখ্যা লিখবেন। 

উদাহরণস্বরূপঃ আমার বাবার সম্পত্তির বন্টন করতে চাচ্ছি। বাবার পুত্র ২ জন, কন্যা ১ জন এবং স্ত্রী ১ জন। এখন প্লাস চিহ্নে ক্লিক করে সংখ্যাগুলো ঠিক করলাম। 

ওয়ারিশ সম্পদ বন্টনের আইন

ধাপ ৩ঃ এখন সম্পদের বিবরণ দিতে হবে। মোট জমি কত শতাংশ/মোট টাকা/স্বর্ণ তা লিখে ফলাফল বাটনে ক্লিক করুন। তারপরে কোন ওয়ারিশ কত শতাংশ জমি/টাকা/স্বর্ণ পাবে তা অটোমেটিক চলে আসবে। 

ওয়ারিশ সম্পদ বন্টনের আইন

এভাবেই মাত্র ১ মিনিটে যেকোনো জটিল ওয়ারিশ সম্পদ বন্টন করতে পারবেন খুব সহজেই। তাই দেরি না এখনই উত্তরাধিকার অ্যাপ ইন্সটল করে যেকোনো সম্পত্তি বন্টন করুন।

এই সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *