বর্তমান সময়ে জমি ক্রয়-বিক্রয় করার আগে খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করা আবশ্যক। কেননা জমির খতিয়ান ও দাগ নং অনুসন্ধান করে জমির সঠিক মালিকানা যাচাই করা সম্ভব।
পূর্বে জমির খতিয়ান ও দাগ নাম্বার অনুসন্ধান করতে দিনের পর দিন ভূমি অফিসে ঘুরতে হতো। কিন্তু ডিজিটাল যুগে নিজের মোবাইলে মাত্র ১ মিনিটে যেকোনো জমির খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করতে পারবেন।
তো চলুন, জমির খতিয়ানের তথ্য অনুসন্ধান করার সঠিক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেই।
খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করতে যা যা লাগবে-
অনলাইনে খতিয়ানের তথ্য বের করতে কাঙ্খিত জমির যা যা লাগবে নিচে উল্লেখ করা হয়েছে।
- বিভাগ;
- জেলা;
- উপজেলা;
- মৌজা;
- খতিয়ান ধরণ;
- খতিয়ান নং/দাগ নং/ মালিকের নাম।
খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করুন
খতিয়ান ও দাগের তথ্য যাচাই করতে আবার আগে eporcha.gov.bd এই ওয়েবসাইটে ভিজিট করুন। এরপরে কাঙ্খিত জমির বিভাগ, জেলা, উপজেলা এবং মৌজা নির্বাচন করবেন। তারপরে জমির মৌজা ও খতিয়ান ধরন নির্বাচন করে খতিয়ান নং এর ঘরে জমির খতিয়ান নাম্বার লিখে খুজুন অপশনে ক্লিক করবেন।
এছাড়া দাগ নং/মালিকের নাম দিয়ে খতিয়ান যাচাই করতে অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করুন। তারপরে দাগ নং/মালিকের নাম লিখে খুজুন বাটনে ক্লিক করুন।
এখন বিস্তারিত অপশনে ক্লিক করলে কাঙ্খিত জমি কার কার নামে রেকর্ড আছে অথবা কাঙ্খিত জমির মালিকানা চেক করতে পারবেন।
এভাবেই খুব সহজে মাত্র ১ মিনিটে যেকোনো জমির দাগ নাম্বার ও খতিয়ান নাম্বারের তথ্য বের করতে পারবেন। এছাড়া খতিয়ানের কপি সংগ্রহ করার জন্য আবেদন করতে পারবেন। খতিয়ানের কপি সংগ্রহ করতে ভোটার আইডি কার্ডের নাম্বার প্রয়োজন হবে।
খতিয়ানের তথ্য অনুসন্ধান পদ্ধতি
অনলাইনে খতিয়ানের তথ্য অনুসন্ধান করার জন্য eporcha.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে জমির বিভাগ, জেলা, উপজেলা, খতিয়ানের ধরণ, মৌজা ও খতিয়ান নং/দাগ নং/মালিকের নাম লিখে খুজুন বাটনে ক্লিক করুন। আরো সহজভাবে খতিয়ান অনুসন্ধান করতে নিচের ধাপগুলো ফলো করতে পারেন।
ধাপ ১- ই পর্চা ওয়েবসাইটে ভিজিট করুন
খতিয়ানের তথ্য বের করতে ই পর্চা ওয়েবসাইটে প্রবেশ করুন। এজন্য যেকোনো ব্রাউজার থেকে eporcha লিখে সার্চ করুন। তারপরে প্রথম ওয়েবসাইটে ভিজিট করুন। অথবা eporcha.gov.bd এই লিংকে ক্লিক করুন।
ধাপ ২- জমির বিভাগ, জেলা এবং উপজেলা সিলেক্ট করুন
ই পর্চা ওয়েবসাইটে ভিজিট করার পর এখন একে একে জমির সঠিক বিভাগ, জেলা এবং উপজেলা সিলেক্ট করুন।
ধাপ ৩- জমির খতিয়ান, মৌজা সিলেক্ট করুন
এই পর্যায়ে জমির খতিয়ানের ধরণ ক্যাটাগরি থেকে আপনার জমির খতিয়ান করুন। এবার একইভাবে মৌজা সিলেক্ট করবেন। তারপরে খতিয়ান নং এর ঘরে জমির খতিয়ান নাম্বার দিয়ে খুজুন বাটনে ক্লিক করলে খতিয়ানের তথ্য পেয়ে যাবেন।
ধাপ ৪: দাগ নং/মালিকের নাম দিয়ে খতিয়ান যাচাই
এখন আপনার কাছে যদি জমির খতিয়ান নাম্বার না থাকে তাহলে কাঙ্খিত জমির মালিকের নাম অথবা দাগ নং দিয়ে খতিয়ান বের করা যাবে। এজন্য অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে দাগ নং/মালিকের নাম দিয়ে খুজুন বাটনে ক্লিক করুন।
তারপরে বিস্তারিত বাটনে ক্লিক করলে কাঙ্খিত জমির খতিয়ানের যাবতীয় তথ্য দেখতে পারবেন। এছাড়া এখানে থেকে ১০০ টাকা ফি প্রদান করে খতিয়ানের তথ্য সংগ্রহ করতে পারবেন।