ছেলে সন্তান না থাকলে মায়ের সম্পত্তির বন্টন

আমাদের দেশে সম্পত্তি ভাগাভাগি করা নিয়ে ঝামেলার শেষ নেই। আর যদি কোন ব্যক্তির ছেলে সন্তান না থাকে শুধু মেয়ে সন্তান থাকলে তাহলে তো সম্পত্তি বন্টনের ক্ষেত্রে জটিলতা বেড়ে যায়।

ছেলে সন্তান না থাকলে মায়ের সম্পত্তির বন্টন কিভাবে হবে তা নিয়ে আমাদের অনেক প্রশ্ন রয়েছে। তাই আসুন, পুত্র সন্তান না থাকলে সম্পত্তির বন্টন পদ্ধতি জেনে নেই।

ছেলে সন্তান না থাকলে মায়ের সম্পত্তির বন্টন

মুসলিম পারিবারিক আইন অনুযায়ী, ছেলে সন্তান না থাকলে মায়ের সম্পত্তি তার মেয়েরা এবং ওয়ারিশরা পাবে। মৃ*ত মায়ের যদি একটি কন্যা সন্তান থাকে তাহলে মোট সম্পত্তির অর্ধেক মেয়ে পাবে‌। আর বাকি অর্ধেক ওয়ারিশরা পাবে। 

আর যদি একাধিক মেয়ে থাকে তাহলে মোট সম্পত্তির তিন ভাগের দুই ভাগ মেয়েরা পাবে এবং বাকি এক ভাগ ওয়ারিশরা পাবে। 

যদি মায়ের স্বামী জীবিত থাকে তাহলে ৮ ভাগের ১ ভাগ পাবে। আর একটি মেয়ে থাকলে তার অর্ধেক এবং একাধিক মেয়ে থাকলে ৩ ভাগের ২ ভাগ পাবে। বাকি অংশ ওয়ারিশরা পাবে। 

আর মায়ের যদি কোন ওয়ারিশ না থাকে তখন মোট সম্পত্তি তার মেয়ে বা মেয়েরা পাবে। 

আরও পড়ুন — বাবার সম্পত্তিতে মেয়ের অংশ কতটুকু

পুত্র সন্তান না থাকলে সম্পত্তির বন্টন

মুসলিম উত্তরাধিকার আইনে অনুযায়ী, পুত্র সন্তান না থাকলে বাবা ও মায়ের সম্পত্তির বন্টন একইরকম। বাবা বা মায়ের যদি পুত্র সন্তান না থাকে একটিমাত্র কন্যা সন্তান থাকলে বাবা/মায়ের সম্পত্তির অর্ধেক পাবে এবং বাকি অর্ধেক ওয়ারিশরা পাবে। 

বাবা/মায়ের পুত্র সন্তান না থাকে যদি একাধিক কন্যা সন্তান থাকে তাহলে মোট সম্পত্তির তিন ভাগের দুই ভাগ মেয়েরা পাবে এবং তারা দুই ভাগ সমান ভাগে ভাগ করে নিবে। আর অবশিষ্ট এক ভাগ ওয়ারিশরা পাবে। 

কোন ছেলে না থাকলে সম্পত্তি যেভাবে বন্টন হবে?

কোন ছেলে না থাকলে একটিমাত্র মেয়ে থাকে তাহলে মোট সম্পত্তির অর্ধেক মেয়ে পাবে‌ এবং অবশিষ্ট অর্ধেক ওয়ারিশরা পাবে। 

কোন ছেলে না থাকলে একাধিক মেয়ে থাকলে মোট সম্পত্তির তিন অংশের দুই অংশ মেয়েরা পাবে এবং মেয়েরা এই দুই অংশ সমানভাবে ভাগ করে নিবে। আর অবশিষ্ট এক অংশ ওয়ারিশরা পাবে। 

আরও পড়ুন — মায়ের সম্পত্তি ভাগের নিয়ম 

নিঃসন্তান মায়ের সম্পত্তির বন্টন

কোন মায়ের যদি পুত্র/কন্যা সন্তান না থাকে তাহলে তার সম্পত্তি পাবে তার ওয়ারিশরা। অর্থ্যাৎ, নিঃসন্তান মায়ের সম্পত্তি পাবে তার ওয়ারিশগণ। 

এই সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *