জমির পরিমাপ শতাংশ হিসাব বের করার সূত্র

যেকোনো জমির হিসাব বের করতে পারবেন মাত্র ২ মিনিটে। তবে এজন্য জমির পরিমাপ শতাংশ হিসাব বের করার সূত্র জানতে হবে। আপনার জমির পরিমাণ বের করার সূত্র জানা থাকে তাহলে জমি পরিমাপ বিষয়ে আপনি ঠকবেন না। তাই চলুন এ বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেই।

জমির পরিমাপ শতাংশ হিসাব বের করার সূত্র

জমির পরিমাপ শতাংশ হিসাব বের করার সূত্রঃ দৈর্ঘ্য×প্রস্থ÷৪৩৫.৬ = শতাংশ

এই হিসাব বের করার জন্য প্রথম জমির দৈর্ঘ্য এবং প্রস্থ দ্বয় কত ফুট তা বের করতে হবে। যদি দুই পাশের দৈর্ঘ্য এবং প্রস্থ দ্বয় সমান না হয় তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ দ্বয়ের গড় করবেন।

তারপরে দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফলের সাথে ৪৩৫.৬ দ্বারা ভাগ করবেন। এবার যে সংখ্যা আসবে সেটাই জমি মাপ/শতাংশ।

আরও পড়ুন — বসত বাড়ির খাজনা কত কিভাবে?

আরও পড়ুন — জমি ক্রয়ের ক্ষেত্রে করণীয়

জমির পরিমাণ বের করার সূত্র 

জমির পরিমাণের সূত্রঃ দৈর্ঘ্য×প্রস্থ÷৪৩৫.৬ = শতাংশ 

সূত্রটি আরো সহজভাবে বুঝানোর জন্য নিচে উদাহরণসহ ব্যাখ্যা করা হলো। 

মনে করুন, একটা জমির দৈর্ঘ্য ৬৫ ফুট এবং প্রস্থ ৫০ ফুট। দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল ৬৫×৫০= ৩,২৬০ ফুট । 

এখন দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফলকে ৪৩৫.৬ দ্বারা ভাগ করলে জমি কত শতাংশ বের করা যাবে। 

দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল ৩,২৬০ ফুট÷৪৩৪.৬= ৭.৪৬ শতাংশ । 

তাহলে উক্ত জমির পরিমাণ ৭.৪৬ শতাংশ । ঠিক একই রকম ভাবে আপনি যেকোনো জমির শতাংশ বের করতে পারবেন উক্ত সূত্রের মাধ্যমে।

আরও পড়ুন — নাম দিয়ে জমির মালিকানা যাচাই

জমির পরিমাপ শতাংশ ক্যালকুলেটর

জমির পরিমাপ শতাংশ দ্রুত বের করতে ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন। এজন্য গুগল প্লে-স্টোর থেকে ভূমি পরিমাপ ক্যালকুলেটর ইনস্টল করুন। তারপরে অ্যাপটি ওপেন করে যেকোনো জমির পরিমাপ বের করুন মাত্র ১ মিনিটে। 

জমির হিসাব ক্যালকুলেটর 

বর্তমানে জমির হিসাব বের করতে ঘন্টার পর ঘন্টা সময় লাগবে না। মাত্র ১ মিনিটে যেকোনো ধরনের জমির হিসাব বের করতে জমির হিসাব ক্যালকুলেটর ইনস্টল করুন। 

জমির পরিমাপ শতাংশ হিসাব বের করার সূত্র

এজন্য গুগল প্লে-স্টোরে গিয়ে জমির হিসাব ক্যালকুলেটর লিখে সার্চ করুন। এরপর প্রথম যে অ্যাপ আসবে সেটা ইনস্টল করুন। এখন জমির তথ্য প্রদান করে হিসাব বের করুন।

এই সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *