রেকর্ড হচ্ছে জমির মালিকানার প্রাথমিক দলিল। একজন ব্যক্তির নামে কত শতাংশ জমে আছে তা রেকর্ডে উল্লেখ থাকে। জমি সংক্রান্ত কাজে রেকর্ড খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। তবে রেকর্ড নিয়ে অনেকের কিছু প্রশ্ন হচ্ছে জমির রেকর্ড কত বছর পর পর হয় ও জমির রেকর্ড সংশোধন কিভাবে করা যায় ইত্যাদি। তাই চলুন, জমির রেকর্ড সংক্রান্ত সব প্রশ্নের উত্তর জেনে নেই এই পোস্টে।
জমির রেকর্ড কত বছর পর পর হয়
বাংলাদেশে সাধারণত দীর্ঘ ৩০ বছর পর পর জমির রেকর্ড করা হয়। এছাড়া জমির মালিকানা পরিবর্তন হলে নতুন মালিকানায় জমির রেকর্ড হয়ে থাকে।
বাংলাদেশে প্রতি ৩০ বছর পর পর সরকারি আমিন দ্বারা জমির রেকর্ড সংশোধন ও সংযোজন করা হয়।
আরও পড়ুন — খাস জমি রেকর্ড করার নিয়ম
জমির রেকর্ড সংশোধন কিভাবে করা যায়?
আপনার জমি যদি অন্যের নামে রেকর্ড হয়ে থাকে তাহলে রেকর্ড সংশোধন করতে হবে। জমির রেকর্ড সংশোধন করতে সরাসরি AC Land বরাবর আবেদন করতে হবে।
তারপর সহকারী কমিশনার (ভূমি) মহোদয় এ সংক্রান্ত সমাধান ও পরামর্শ প্রদান করবেন।
আরও পড়ুন — নামজারি খতিয়ান চেক করার নিয়ম
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-
জমির রেকর্ড সংশোধন করতে কত দিন লাগে?
আবেদন প্রক্রিয়া ঠিক থাকলে জমির রেকর্ড সংশোধন করতে সচরাচর ৩০ থেকে ৪৫ দিন পর্যন্ত সময় লাগে।
জমির রেকর্ড সংশোধন করতে কত টাকা লাগে?
জমির রেকর্ড সংশোধন করতে সর্বমোট ১,১২০ টাকা লাগে।
জমি ভুলে অন্যের নামে রেকর্ড হলে কি করব?
জমি যদি ভুলে অন্যের নামে রেকর্ড হয় তাহলে রেকর্ডকৃত মালিক রেকর্ড ভুল স্বীকার করতে হবে। তারপর মূল মালিককে না দাবি করে দলিলের মাধ্যমে ফেরত দিতে হবে।
জমির দলিল একজনের নামে আর রেকর্ড আরেকজনের নামে হলে কি করণীয়?
এক্ষেত্রে রেকর্ডকৃত মালিকের রেকর্ড ভুল স্বীকার করে মূল মালিককে না দাবি করে দলিলের মাধ্যমে ফেরত দিতে হবে।