আপনার নামে কোথায় এবং কতটুকু জমি আছে তা জমির রেকর্ড যাচাই করে জানতে পারবেন। দীর্ঘ কয়েক বছর পূর্বে জমির রেকর্ড যাচাই করতে ভূমি অফিসে ঘোরাঘুরি করতে হতো। কিন্তু প্রযুক্তির সুবাদে, এখন অনলাইনে জমির রেকর্ড চেক করতে পারবেন। চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেই।
জমির রেকর্ড যাচাই করে যা যা লাগবে-
অনলাইনে যেকোনো জমির রেকর্ড বের করতে মালিকের তথ্য এবং জমির কিছু তথ্য লাগবে।
জমির মালিকের তথ্য বলতে মালিকের নাম, তার বিভাগ, জেলা, উপজেলা, মৌজা লাগবে। আর জমির তথ্যের মধ্যে খতিয়ান নাম্বার ও দাগ নাম্বার।
এখন আপনার নিকট যদি এই কয়েকটি তথ্য থাকে তাহলে যেকোনো জমির রেকর্ড চেক করতে পারবেন।
অনলাইনে জমির রেকর্ড যাচাই করুন
- অনলাইনে জমির রেকর্ড যাচাই করতে eporcha.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করবেন।
- তারপরে জমির মালিকের বিভাগের নাম, জেলার নাম এবং উপজেলার নাম সিলেক্ট করবেন।
- এরপরে খতিয়ানের ধরন ও মৌজা সিলেক্ট করবেন।
- সবশেষে জমির খতিয়ান নাম্বার দিয়ে খুজুন অপশনে ক্লিক করবেন।
আপনার সব তথ্য যদি ঠিকঠাক থাকে তাহলে কোন ব্যক্তির নামে উক্ত জমি রেকর্ড হয়েছে তা দেখতে পারবেন।
আরও পড়ুন — নামজারি খতিয়ান চেক করার নিয়ম
অনলাইনে জমির রেকর্ড বের করার নিয়ম
অনলাইনে জমির রেকর্ড বের করতে ই-পর্চা ওয়েবসাইটে ভিজিট করবেন। তারপরে জমির মালিকের বিভাগ, জেলা ও উপজেলা সঠিকভাবে সিলেক্ট করবেন।
এরপরে আপনার জমির খতিয়ানের ধরণ সিলেক্ট করে মৌজা সিলেক্ট করুন। অতঃপর জমির খাতিয়ান নাম্বার দিয়ে খুজুন বাটনে ক্লিক করবেন।
এখন নিশ্চয়ই উক্ত জমি কার কার নামে রেকর্ড আছে সেটা দেখতে পারছেন।
মোবাইল অ্যাপ দিয়ে জমির রেকর্ড যাচাই
ই-পর্চা ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল অ্যাপ দিয়েও জমির রেকর্ড যাচাই করতে পারবেন। এজন্য Google Play Store থেকে eKhatian ইন্সটল করবেন। ইন্সটল করার পর eKhatian অ্যাপ ওপেন করুন।
এখন eKhatian অ্যাপ থেকে খতিয়ান অপশন সিলেক্ট করবেন। এরপর বিভাগ, জেলা ও উপজেলা সঠিকভাবে সিলেক্ট করে খতিয়ানের ধরণ এবং দাগ নাম্বার দিয়ে অনুসন্ধান করুন বাটনে ক্লিক করবেন।
অতঃপর উক্ত জমি কার বা কাদের নামে রেকর্ড আছে তা দেখা যাবে। যদি রেকর্ডের কোন তথ্য খুঁজে না পাই তাহলে পুনরায় আবার সঠিক তথ্য দিয়ে চেষ্টা করুন।
আরও পড়ুন — নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর- FAQ’s
জমির রেকর্ড কি?
সাধারণত একজন ব্যক্তির নামে কতটুকু ভূমি বা জমি আছে তার যে অনুলিপি বা দলিল সেটাই হচ্ছে জমির রেকর্ড।
অনলাইনে রেকর্ডের তথ্য খুঁজে না পেলে করণীয় কি?
সঠিক তথ্য দেওয়ার পরেও যদি অনলাইনে জমির রেকর্ড খুঁজে না পান তাহলে নিকটস্থ ভূমি অফিসে যোগাযোগ করবেন।
অনলাইনে কিভাবে জমির রেকর্ড চেক করব?
অনলাইনে যেকোনো জমির রেকর্ড চেক করতে eporcha.gov.bd ওয়েবসাইট ভিজিট পরে বিভাগ, জেলা ও উপজেলা নির্বাচন করে খতিয়ানের ধরণ এবং নাম্বার দিয়ে খুজুন অপশনে ক্লিক করতে হবে।