জমি খারিজ করার জন্য আবেদন করেছেন বা আবেদন করতে চাচ্ছেন অথচ জমি খারিজ করতে কতদিন সময় লাগে সম্পর্কে কিছুই জানেন না। তাহলে আজকের পোস্ট থেকে জমি খারিজ করতে কতদিন লাগে জেনে নিন
জমি ক্রয়-বিক্রয় করতে খারিজ করতে হয়। জমি খারিজ ছাড়া জমির মালিকানা স্থানান্তর করা যায় না। এজন্য জমি কেনাবেচার কাজে খারিজ অপরিহার্য অংশ। কিন্তু অধিকাংশ মানুষ জমি খারিজ করতে কতদিন সময় লাগে সম্পর্কে সঠিক তথ্য জানে না। তাই চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেই
জমি খারিজ করতে কতদিন সময় লাগে
সাধারণত জমি খারিজ করতে ২৮ দিন থেকে ৩০ দিন সময় লাগে। জমি খারিজের আবেদন করার ২৮-৩০ দিনের মধ্যে খারিজ নিষ্পত্তি হয়ে থাকে
তবে অনেকের জমি খারিজ হতে ৩০-৩৫ দিনও সময় লেগে যায়। আবার কারো কারো দীর্ঘদিন পার হবার পরেও জমি খারিজের কোনো খরব আসে না
আপনারও যদি আবেদনের ২৮-৩০ দিন পরেও জমি খারিজ না হয় তাহলে ভূমি অফিসের কর্মকর্তাদের সাথে কথা বলুন। এছাড়া জমির খারিজ দ্রুত করতে জমাকৃত কাগজপত্রগুলো সঠিক দিতে হবে। এই সম্পর্কে বিস্তারিত জানুন নিচের পোস্ট থেকে
আরো দেখুনঃ জমি খারিজ কি কি কাগজ লাগে
জমি খারিজ করতে কতদিন লাগে?
জমি খারিজ করতে মূলত ২৮-৩০ দিন পর্যন্ত সময় লাগে। আবার অনেক ক্ষেত্রে এর থেকেও বেশি সময় লাগতে পারে।
তবে খারিজের আবেদন করার ২৮-৩০ দিনের মধ্যেই খারিজ হয়ে যায়। আপনার যদি ১ মাস পরেও খারিজ না হয় তাহলে সরাসরি ভূমি অফিসে যোগাযোগ করবে।
আরো দেখুনঃ নামজারি করতে কতদিন সময় লাগে
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-
২৮ দিন পরে জমি খারিজ না হলে করণীয় কি?
২৮-৩০ দিন পরেও যদি জমি খারিজ না হয় তাহলে সরাসরি ভূমি অফিসে যোগাযোগ করবেন।
জমি খারিজ দ্রুত সময়ে করার উপায় কি?
আপনি ইচ্ছা করলেই ৭/১০ দিনের মধ্যে জমি খারিজ করতে পারবেন না। কারণ খারিজ খুবই গুরুত্বপূর্ণ আবেদন। এজন্য আপনাকে ২৮-৩০ দিন অপেক্ষা করতে হবে।