জমি খারিজ করার পূর্বে জমি খারিজ করতে কত টাকা লাগে জানতে হবে। চলুন জমি খারিজ করার খরচ কত ও জমি খারিজ ফি ২০২৪ সম্পর্কে জেনে নেই আজকের পোস্টে।
জমির মালিকানা স্থানান্তর করতে জমি খারিজ করতে হয়। বর্তমানে কিছু সরকারি কর্মকর্তা এবং অনেক দালাল চক্র জমি খারিজ করতে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।
এজন্য আগে থেকেই আপনি যদি জমি খারিজ করতে কত টাকা লাগে তা জানেন তাহলে পরবর্তীতে আর ঠকতে হবে না। তাই চলুন, জমি খারিজ ফি সংক্রান্ত সকল তথ্য জেনে নেই।
জমি খারিজ করতে কত টাকা লাগে
জমি খারিজ করতে ১,১৭০ টাকা লাগে। মানে জমি খারিজ বা নামজারি করতে সরকারি নির্ধারিত ফি ১,১৭০ টাকা। তবে বেশিরভাগ এলাকায় জমি খারিজ করতে ২ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।
কিন্তু যেখানে খারিজের আবেদন করতে কোর্ট ফি ২০ টাকা, নোটিশ জারি ফি ৫০ টাকা, রেকর্ড সংশোধন বা হালকরণ ফি ১,০০০ টাকা এবং প্রতি কপি মিউটেশন খতিয়ান সরবরাহ বাবদ ১০০ টাকা ছাড়া আর কোনো খরচ নেই। সেখানে ভূমি অফিসের কর্মকর্তারা অতিরিক্ত টাকা না পেলে দিনের পর দিন সাধারণ মানুষকে ঘুরাছেন।
তাই জমি খারিজ করার সময় সরকারি নির্ধারিত ফি ব্যতীত ১ টাকাও বেশি দিবেন না। যদি ভূমি অফিসের কর্মকর্তারা অতিরিক্ত টাকা দাবি করে তাহলে উর্ধ্বতন কর্তৃপক্ষের শরনাপন্ন হবেন।
আরও পড়ুন — নামজারি করতে কি কি লাগে
অনলাইনে জমি খারিজ করতে কত টাকা লাগবে?
অনলাইনে জমি খারিজ করতে মাত্র ১,১৭০ টাকা লাগবে। কিন্তু বর্তমানে কিছু ভূমি অফিসের কর্মকর্তারা অতিরিক্ত টাকা দাবি করছে। এজন্য জমি খারিজ করতে কখনোই অতিরিক্ত টাকা দিবেন না। যদি কেউ অতিরিক্ত টাকা দাবি করে তাহলে উর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলুন।
জমি খারিজ করার খরচ কত
জমি খারিজ করার খরচ ১,১৭০ টাকা। এটা মূলত সরকারি নির্ধারিত ফি। কিন্তু সাম্প্রতিক সময়ে অনেক এলাকায় জমি খারিজ করতে ২-১০ হাজার টাকা নেওয়া হচ্ছে। তাই আপনি জমি খারিজ করার জন্য অতিরিক্ত টাকা কর্মকর্তাকে দেওয়া থেকে বিরত থাকুন।
আরও পড়ুন — জমি খারিজ কি কি কাগজ লাগে
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-
জমি খারিজ ফি
জমি খারিজ ফি ১ হাজার ১৭০ টাকা। (ভবিষ্যতে কম বেশি হতে পারে)
জমি খারিজ করতে সরকারি নির্ধারিত ফি কত?
জমি খারিজ করতে সরকারি নির্ধারিত ফি ১,১৭০ টাকা (ভবিষ্যতে কম বেশি হতে পারে)
জমি খারিজ করতে বেশি টাকা চাইলে করণীয় কি?
জমি খারিজ করার সময় যদি কোনো কর্মকর্তা বা দালাল সরকারি ফি ব্যতীত বেশি টাকা দাবি করে তাহলে সরাসরি সহকারী কমিশনার (ভূমি) স্যারের সাথে কথা বলবেন।
১৯৯৪সালে আমার দাদা ক্রয় করেন
দাদার নামে দলিল করা হয়েছে।
তো এখন আর দাদা নেই,
আমার বাপ চাচা ছয়জন ফুফু একজন।
আব্বু মারা গেছেন গত ০৯-০৯-২০২৪ইং
তারিখে। আমরা ৩ভাই৩বোন
তো আমাদের জমি খারিজ করতে চায়।
কিভাবে করবো।।।
জানাবেন প্লিজ????।।।।।