জমির মালিকানা যাচাই করতে চাচ্ছেন কিন্তু দাগ নম্বর দিয়ে জমির মালিকানা যাচাই করার নিয়ম জানেন না। আজকের এই পোস্টে দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম বের করার নিয়ম জেনে নিন।
জমি ক্রয়ের পূর্বে অবশ্যই উক্ত জমির মালিকানা সঠিক আছে কিনা তা যাচাই করা উচিত। তাহলে জমি কেনার পরে আর ঝামেলায় পড়তে হবে না।
দীর্ঘদিন পূর্বে জমির মালিকানা যাচাই করতে ভূমি অফিসে ঘোরাঘুরি করতে হতো। কিন্তু প্রযুক্তির সময়ে ঘরে বসেই মোবাইল দিয়ে জমির মালিকের নাম বের করতে পারবেন।
তাই চলুন, ঘরে বসে অনলাইনে দাগ নং দিয়ে জমির মালিকানা যাচাই করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
দাগ নম্বর দিয়ে জমির মালিকানা যাচাই করার নিয়ম
প্রথমে eporcha.gov.bd ওয়েবসাইটে ভিজিট করবেন। তারপরে, সার্ভে খতিয়ান অপশন সিলেক্ট করে কাঙ্খিত জমির বিভাগ, জেলা, উপজেলা, খতিয়ানের ধরণ এবং মৌজা সঠিকভাবে নির্বাচন করবেন।
এবার, অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে সঠিক দাগ নাম্বার দিয়ে খুজুন বাটনে ক্লিক করলে উক্ত জমির মালিকের তথ্য পেয়ে যাবেন।
আরও পড়ুন — নাম দিয়ে জমির মালিকানা যাচাই
দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম
ধাপ ১ঃ দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম বের করতে eporcha.gov.bd ওয়েবসাইটে ভিজিট করুন।
ধাপ ২ঃ তারপরে, সার্ভে খতিয়ান অপশন সিলেক্ট করবেন। এবার, জমির বিভাগ, জেলা, উপজেলা, খতিয়ানের ধরণ ও মৌজা সিলেক্ট করে অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করবেন।
ধাপ ৩ঃ এরপরে, দাগ নং এর ঘরে উক্ত জমির সঠিক দাগ নাম্বার টাইপ করবেন। অতঃপর খুজুন বাটনে ক্লিক করলে উক্ত জমির মালিকের যাবতীয় তথ্য জানতে পারবেন।
আরও পড়ুন — নাম দিয়ে জমির দলিল চেক করুন
দাগ নং দিয়ে জমির মালিকানা যাচাই
- দাগ নং দিয়ে জমির মালিকানা চেক করতে প্রথমে eporcha ওয়েবসাইটে ভিজিট করুন;
- সার্ভে খতিয়ান অপশন সিলেক্ট করে উক্ত জমির বিভাগ, জেলা, উপজেলা, মৌজা এবং খতিয়ানের ধরণ সিলেক্ট করুন;
- এবার, অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে উক্ত জমির সঠিক দাগ নাম্বার লিখে খুজুন বাটনে ক্লিক করলে জমির মালিকানা জানতে পারবেন।
শেষ কথা
জমি কেনার পূর্বে উক্ত জমির মালিকানার তথ্য আগেই যাচাই করলে পরবর্তীতে জমি সংক্রান্ত কোন ঝামেলা পোহাতে হয় না। তবে অনলাইনে যদি কাঙ্খিত জমির মালিকানা যাচাই করতে না পারেন তাহলে স্থানীয় ভূমি অফিসে যোগাযোগ করবেন।
FAQ (প্রশ্ন উত্তর)
দাগ নাম্বার দিয়ে জমির তথ্য খুঁজে না পেলে করণীয় কি?
সঠিক দাগ নাম্বার দেওয়ার পরেও যদি জমির মালিকানা খুঁজে না পান তাহলে বেশি চিন্তিত হবেন না। বিকল্প পদ্ধতি হিসেবে নাম দিয়ে জমির মালিকের তথ্য খুঁজে বের করতে পারবেন।
অনলাইনে জমির মালিকানা যাচাই করব কিভাবে?
অনলাইনে জমির মালিকানা চেক করতে ই পর্চা অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে বিভাগ, জেলা, উপজেলা, খতিয়ানের ধরণ ও মৌজা সিলেক্ট করবেন। তারপরে, নাম দিয়ে অথবা দাগ নাম্বার দিয়ে জমির মালিকের তথ্য দেখতে পারবেন।
দাং নাম্বার দিয়ে জমির মালিকানা