দানপত্র দলিল বাতিল করার নিয়ম

আপনি কি দানপত্র দলিল বাতিল করতে চাচ্ছেন কিন্তু দানপত্র দলিল বাতিল করার নিয়ম জানেন না। তাহলে আজকের পোস্ট থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেই।

যখন কোন দাতা স্বেচ্ছায় নিজের সম্পত্তি অন্য কাউকে অর্থ ছাড়া দান করার জন্য দলিল তৈরি করেন তাহলে সেটাই দানপত্র দলিল। আমাদের দেশে দানপত্র দলিল প্রচলন সেই আদিম যুগ থেকে। 

কারো যদি ছেলে সন্তান না থাকে অথবা কেউ যদি নিঃসন্তান হয় তাহলে তার সম্পত্তি দান করে যান বিভিন্ন আত্নীয় স্বজনের মধ্যে বা মসজিদ-মাদ্রাসার নামে। 

তবে অধিকাংশ মানুষ সম্পত্তি দান করে তা বাতিল করার চেষ্টা করেন। তাই চলুন কখন দানপত্র দলিল বাতিল করা যাবে সে সম্পর্কে জেনে নেওয়া যাক। 

দানপত্র দলিল বাতিল করার নিয়ম

দাতা কর্তৃক সম্পত্তি দানের ঘোষণা প্রদান করার পরে গ্রহীতা  যদি তার পক্ষ হতে দান গ্রহণ করার কথা স্বীকার করে। সেই সাথে দাতা কর্তৃক গ্রহীতাকে দানকৃত সম্পত্তি রেজিষ্ট্রি করে দেন এবং দানকৃত সম্পত্তি দখল প্রদান করে তাহলে সেই দানপত্র দলিল বাতিল করার কোন নিয়ম বাংলাদেশের আইনে নাই। 

তবে আপনি যদি কোন সম্পত্তি দানের উদ্দেশ্যে দলিল নিজের কাছে তৈরি করে রাখেন, গ্রহীতা এ বিষয়ে তেমন কিছুই জানে না তাহলে এই দানপত্র দলিল আপনি চাইলে বাতিল করতে পারবেন।

আরও পড়ুন — নাম দিয়ে জমির মালিকানা যাচাই

কখন দানপত্র দলিল বাতিল করা যাবে?

বাংলাদেশের আইন অনুযায়ী গ্রহীতা যদি দাতার সম্পত্তি গ্রহণ করতে রাজি থাকে এবং দাতা সাথে নিয়ে সঠিক নিয়মে সম্পত্তি রেজিষ্ট্রি করে দেন তাহলে সেই দানপত্র দলিল বাতিলের কোন সুযোগ নেই। শতচেষ্টা করলেও এই দলিল আপনি বাতিল করতে পারবেন না। 

আবার আপনি ইচ্ছা করলেন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কিছু সম্পত্তি দান করে যাবেন। সেইজন্য নিজেই আগে থেকে দলিলপত্র রেডি করে রেখেছেন। কিন্তু দানের বিষয়টি গ্রহীতা জানে না। সেক্ষেত্রে আপনার করা দানপত্র দলিল নিজের বাতিল করতে পারবেন। 

এছাড়া কোন গ্রহীতা যদি বলপ্রয়োগ করে আপনার কাছে থেকে দানপত্র দলিল সম্পাদিত করে থাকে এবং জোরপূর্বক ভাবে সম্পত্তি দখল করে তাহলে আইনি ব্যবস্থা নিয়ে দলিল বাতিল করা যাবে। 

দানপত্র দলিল কাকে দেওয়া যাবে?

দানপত্র দলিল আপনি যে কাউকে দিতে পারবেন। দানপত্র দলিল রেজিস্ট্রি করার ক্ষেত্রে কোন সীমাবদ্ধতা। আপনার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, অন্য কোন ব্যক্তি, মসজিদ-মাদ্রাসা, স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানকে দানপত্র দলিল প্রদান করতে পারবেন। 

তবু এক্ষেত্রে শুধু আপনার আগ্রহ থাকলেই হবে না। যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সম্পত্তি দান করতে চাইবে সে যদি গ্রহণ করে তাহলে তখন দানপত্র দলিল হবে।

শেষ কথা 

একবার যদি নিজের ইচ্ছায় দানপত্র দলিল রেজিস্ট্রি হয়ে যায় এবং গ্রহীতা দানপত্র সম্পত্তি দখল করে তাহলে তা বাতিল করার কোন পদ্ধতি নেই। এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত জানতে একজন বিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলতে পারেন। 

এই সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *