নামজারি আবেদন করার পর অনলাইনে নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই করতে পারবেন। চলুন নামজারি আবেদন চেক করার বিস্তারিত পদ্ধতি জেনে নেই।
বর্তমানে ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইট থেকে নামজারি আবেদন আইডি ও জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিয়ে ই নামজারি আবেদন চেক করা যাবে। তাই চলুন, নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই করুন আজকের পোস্ট থেকে।
নামজারি আবেদন চেক করতে যা যা লাগবে-
নামজারি আবেদন করার শেষে পেমেন্ট অপশনে আবেদন আইডি নাম্বার প্রদান করা হয়। নামজারি আবেদন চেক করতে উক্ত আইডি নাম্বার এবং আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের নাম্বার লাগবে।
নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা
ধাপ ১ঃ নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই করতে mutation.land.gov.bd ওয়েবসাইটে ভিজিট করবেন।
ধাপ ২ঃ তারপরে আবেদনের সর্বশেষে অবস্থা অপশনে ক্লিক করবেন।
ধাপ ৩ঃ এখন আবেদনকারীর বিভাগ সিলেক্ট করে নামজারি আবেদনের আইডি নাম্বার দিন এবং জাতীয় পরিচয়পত্রের (NID) নাম্বার দিন।
ধাপ ৪ঃ এরপরে যোগফল নির্ণয় করে খুজুন বাটনে ক্লিক করবেন।
এখন আপনারা সকল তথ্য যদি সঠিক থাকে তাহলে নামজারি আবেদন কি অবস্থায় রয়েছে তা দেখতে পারবেন। আপনার নামজারি আবেদন যদি নিষ্পত্তি হয় তাহলে মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে।
আরও পড়ুন — নামজারি খতিয়ান চেক করার নিয়ম
নামজারি আবেদন চেক করুন
- নামজারি আবেদন চেক করতে mutation.land.gov.bd ওয়েবসাইটে ভিজিট করবেন।
- তারপরে আবেদনের সর্বশেষ অবস্থা অপশনে ক্লিক করবেন।
- এরপরে আবেদনকারীর বিভাগ সিলেক্ট করুন।
- এখন নামজারি আবেদন আইডি নাম্বার এবং জাতীয় পরিচয়পত্রের নম্বর দিন।
- সবশেষে যোগফল বা ক্যাপচা পূরণ করে খুজুন বাটনে ক্লিক করবেন।
আপনার প্রদত্ত তথ্য যদি সঠিক থাকে তাহলে নামজারি হয়েছে কিনা তা জানতে পারবেন।
আরও পড়ুন — খাস জমি রেকর্ড করার নিয়ম
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর- FAQ’s
নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা কোথায় চেক করব?
বর্তমানে অনলাইনে নিজের মোবাইলে নামজারি আবেদন এর সর্বশেষ অবস্থা চেক করতে পারবেন।
নামজারি আবেদন এর সর্বশেষ অবস্থা কি ভাবে চেক করবো?
নামজারি আবেদন এর সর্বশেষ অবস্থা জানতে mutation.land.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে বিভাগ, আবেদন আইডি নাম্বার এবং জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিয়ে খুজুন বাটনে ক্লিক করবেন।
নামজারি আবেদন এর সর্বশেষ অবস্থা চেক করতে কত টাকা লাগে?
নামজারি আবেদন এর বর্তমান অবস্থা চেক করতে কোন টাকা লাগে না।
নামজারি আবেদন মঞ্জুর না হলে করণীয় কি?
নামজারি আবেদন যদি মঞ্জুর না হয় তাহলে কি কারণে আবেদন রিজেক্ট হয়েছে তা সংশোধন করে পুনরায় আবার আবেদন করতে হবে।
নামজারি আবেদন রিজেক্ট হওয়ার কারণ কোথায় জানব?
আপনার নামজারি আবেদন যদি রিজেক্ট হয় তাহলে কি কারণে রিজেক্ট হয়েছে তা জানতে এসি ল্যান্ড অফিসে যোগাযোগ করবেন।
পিরুজ পুর গ্রম খাম কাটা দখন মোজা খতিন ১৪কূষি মোংসুমন সেখে পিতা আদুল জলিল সেখ
পিরুজ পুর গ্রাম খামকাটাদখিন মোজা খামকাটা দখিন খতিন ১৪ মোং সুমন সেখ পিতা আদুল জলিল সেখ মাতা আবি্বয়া বেগম
Shahabali