বর্তমান অনলাইনে নামজারি আবেদন করা যাচ্ছে। অনলাইনে নামজারি আবেদন করার পাশাপাশি নামজারি করতে কি কি ২০২৪ সম্পর্কে জানতে আজকের পোস্ট সম্পূর্ণ পড়ুন।
বৈধভাবে ভূমি বা জমির মালিকানা পরিবর্তন করাকে নামজারি বলে। সাধারণত জমি ক্রয়-বিক্রয় করার ক্ষেত্রে নামজারি করার জন্য আবেদন করতে হয়। দীর্ঘ কয়েক বছর পূর্বে নামজারি করতে ভূমি অফিসে দিনের পর দিন ঘুরেও কাজ হতো না। কিন্তু প্রযুক্তির সুবাদে, এখন ঘরে বসেই নামজারি আবেদন করা যাবে।
নামজারি আবেদন করার আগে নামজারি করতে কি কি লাগে সম্পর্কে বিস্তারিত জানলে পরবর্তীতে আর ঝামেলায় পড়তে হবে না। চলুন এ বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেই।
নামজারি করতে কি কি লাগে
নামজারি করতে আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র, ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, দলিলপত্র, খতিয়ানের কপি, সর্বশেষ ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদের কপি এবং স্বাক্ষর লাগবে।
তাছাড়া অনেক ক্ষেত্রে উত্তরাধিকার সনদ, ওয়ারিশার সনদ ও বন্টন নামা লাগতে পারে। এ বিষয়ে আরো বিস্তারিত জেনে নেই।
জাতীয় পরিচয় পত্রঃ যে ব্যক্তি নামজারি আবেদন করবে তা ভোটার আইডি কার্ড/পাসপোর্ট/ অনলাইন জন্ম নিবন্ধন সনদ লাগবে।
ছবিঃ আবেদনকারীর সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে।
দলিলপত্রঃ দলিল সূত্রে জমির মালিকানা হলে দলিল নাম্বার-তারিখ এবং সাব রেজিস্ট্রি অফিসের নাম লাগবে।
খতিয়ানের কপিঃ নামজারি করতে খতিয়ানের কপি প্রয়োজন। কেননা খতিয়ানে জমির মালিকের নাম, পিতা/স্বামীর নাম ও পূর্ণ ঠিকানা থাকে।
কর পরিশোধের রশিদঃ সর্বশেষ ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদের কপি লাগবে।
উত্তরাধিকার সনদঃ যদি উওরাধিকার সূত্রে নামজারি হয় তাহলে উত্তরাধিকার সনদ পত্র প্রয়োজন।
ওয়ারিশিয়ান সনদপত্রঃ আবেদিত জমির দাতা মৃত হলে তার ওয়ারিশিয়ান সনদপত্র লাগবে।
মোবাইল নাম্বারঃ আবেদনকারীর সচল একটি বাংলাদেশী মোবাইল নাম্বার।
তাই নামজারি আবেদন করতে উপরোক্ত কাগজপত্র গুলো আগে থেকেই সংগ্রহ করুন। আপনি যদি নিজে নিজে অনলাইনে নামজারি আবেদন করতে চান তাহলে উক্ত কাগজপত্র আলাদাভাবে jpg বা png ফরমেটে স্ক্যান করে রাখবেন।
আরও পড়ুন — নামজারি করতে কত টাকা লাগে
জমির নামজারি করতে কি কি লাগে?
- ভোটার আইডি কার্ড/পাসপোর্ট/জন্ম নিবন্ধন সনদ
- আবেদনকারীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি
- সর্বশেষ ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদ
- দলিলের ফটোকপি
- খতিয়ানের কপি
- সচল মোবাইল নাম্বার
- ওয়ারিশিয়ান সনদপত্র (যদি লাগে)
- উত্তরাধিকার সনদপত্র (যদি লাগে)
আরও পড়ুন — নামজারি করতে কতদিন সময় লাগে
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-
নামজারি করতে কি কি কাগজপত্র লাগে?
নামজারি করতে আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট সাইজের ছবি, দলিলের ফটোকপি, খতিয়ানের কপি, ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদ, ওয়ারিশিয়ান সনদপত্র ও উত্তরাধিকার সনদপত্র লাগে।
অনলাইনে নামজারি করতে কি কি লাগে?
অনলাইনে নামজারি করার জন্য ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি, ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, দলিলের ফটোকপি, খতিয়ানের ফটোকপি, হালনাগাদ ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদের কপি, উত্তরাধিকার সনদপত্র ও ওয়ারিশিয়ান সনদপত্র লাগবে।