কোন ব্যক্তি মা*রা যাওয়ার পর তার যদি সন্তান না থাকে তাহলে সেই ব্যক্তির অর্থ্যাৎ নিঃসন্তান ব্যক্তির সম্পত্তির বন্টন কিভাবে হবে। এ বিষয়ে নিয়ে আমাদের প্রশ্নের যেন শেষ নেই। তাই আসুন, সন্তান না থাকলে সম্পত্তির বন্টন কিভাবে হবে তা জেনে নেই।
নিঃসন্তান ব্যক্তির সম্পত্তির বন্টন
নিঃসন্তান ব্যক্তি যদি জীবিত থাকে তাহলে তার সম্পত্তি যে কারো নামে দলিল করে দিতে পারবেন। অর্থাৎ, জীবিত থাকা অবস্থায় নিঃসন্তান ব্যক্তি নিজের সকল জায়গা-জমি যে কারোর নামে লিখে দিতে পারবে।
তবে নিঃসন্তান ব্যক্তি মা*রা যাওয়ার পরে সম্পত্তির বন্টন আগে তার কোন ঋণ আছে কিনা তা খুঁজতে হবে। যদি ঋণ থাকে তাহলে তার জমি বিক্রি করে সকল ঋণ পরিশোধ করতে হবে।
বিশেষ করে, স্ত্রী যদি জীবিত থাকে তাহলে তার দেনমোহর পরিশোধ করা। এরপর মৃ*ত ব্যক্তির কোন ওসিয়ত বা দলিল করা থাকলে তা পূরণ করবেন।
এরপরে নিঃসন্তান ব্যক্তির সম্পত্তি বন্টন করতে হবে ওয়ারিশগণের কাছে। যদি নিঃসন্তান মৃ*ত ব্যক্তির স্ত্রী জীবিত থাকে তখন ৪ অংশের ১ ভাগ সে পাবে।
মৃ*ত ব্যক্তির ভাই/বোন যদি একেক অধিক হয় তাহলে মা পাবে ৬ অংশের ১ অংশ। আর ভাই/বোন একজন হলে ৩ অংশের ১ অংশ পাবে।
নিঃসন্তান ব্যক্তির বাবা জীবিত থাকলে সম্পূর্ণ সম্পত্তি পিতাই পাবেন। পিতা জীবিত না থাকলে সকল সম্পদ দাদা পেয়ে যাবেন। এটা ইসলামিক শরিয়া মোতাবেক। এবার বাবা ও দাদা জীবন না থাকলে এখন তার সম্পত্তি ভাই এবং বোনেরা পাবেন।
আরও পড়ুন — ছেলে সন্তান না থাকলে মায়ের সম্পত্তির বন্টন
সন্তান না থাকলে সম্পত্তির বন্টন
কোন ব্যক্তির সন্তান না থাকলে সম্পত্তির বন্টন হবে উপরোক্ত নিয়ম অনুসরণ করে। অর্থাৎ, ইসলামিক উত্তরাধিকার আইন অনুসারেই নিঃসন্তান ব্যক্তির সম্পত্তি বন্টন করা হয়।
নিঃসন্তান মহিলাদের সম্পত্তির বন্টন
সম্পত্তি বন্টনের ক্ষেত্রে পুরুষ-মহিলার কোন পার্থক্য নেই। মুসলিম উত্তরাধিকার আইনে পুরুষ এবং মহিলাদের সম্পত্তির বন্টন আইন একই। ঠিক একই রকম ভাবে নিঃসন্তান পুরুষদের সম্পত্তির বন্টন আর মহিলাদের সম্পত্তির বন্টন একই।
আরও পড়ুন — বাবার সম্পত্তিতে মেয়ের অংশ কতটুকু
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর- FAQ’s
নিঃসন্তান বোনের সম্পত্তি কে পাবে?
নিঃসন্তান বোনের সম্পত্তি পাবে জীবিত থাকলে তার স্বামী, মা, বাবা এবং দাদা। তারা না থাকলে নিঃসন্তান বোনের ভাই-বোন পাবে।
নিঃসন্তান মহিলাদের সম্পত্তির ওয়ারিশ কারা
নিঃসন্তান মহিলাদের সম্পত্তির ওয়ারিশ তার স্বামী, মা-বাবা এবং ভাই-বোনের।
নিঃসন্তান ব্যক্তির সম্পত্তির ওয়ারিশ কারা
নিঃসন্তান ব্যক্তির সম্পত্তির ওয়ারিশ স্বামী বা স্ত্রী, মা-বাবা, দাদা এবং ভাই-বোনেরা।
নিঃসন্তান ফুফুর সম্পত্তির ওয়ারিশ কারা
নিঃসন্তান ফুফুর সম্পত্তির ওয়ারিশ তার স্বামী, মা-বাবা এবং দাদা। তারা জীবিত না থাকলে নিঃসন্তান ফুফুর ভাই-বোনেরা।
নিঃসন্তান মহিলার একজন ভাতিজা ও একজন ভাতিজী থাকলে কে কতোটুকু সম্পত্তি পাবে।
নিসন্তান ব্যাক্তির স্ত্রী, মা এবং এক বোন আছে। এই সম্পত্তির কে কত টুকু অংশ পাব।
এছাড়াও আর কেউ নিসন্তান ব্যাক্তির সম্পত্তিতে ভাগ পাবে কি না?
Ni sontan baktir boro Vai age mara giyechey r 3 Vai jibitho mritho boro Vai ba tahar sontanadira ki sompottir vag pabe ki