প্রতি শতকে বসত বাড়ির খাজনা কত টাকা তা নিয়ে আমাদের প্রশ্নের শেষ নেই। তাই চলুন বসত বাড়িতে কত টাকা খাজনা দিতে হবে সেটা বিস্তারিত জেনে নেই।
বাংলাদেশ সরকারের আয়ের অন্যতম উৎস জমি বা ভূমির খাজনা। জমি খাজনা থেকে বাংলাদেশ সরকার বাৎসরিক অনেক টাকা আয় করে থাকে। আবার সরকার এই টাকা দেশের উন্নয়নেই খরচ করে।
এজন্য আমাদের সবার উচিত দেশের উন্নয়নে সরকার নির্ধারিত খাজনা প্রদান করা। তবে অনেকের কাছে বসত বাড়ির খাজনা কত টাকা তা সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। তাই আজকের পোস্ট শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে এ বিষয়ে বিস্তারিত জেনে নিন।
বসত বাড়ির খাজনা কত
২০২৩-২৪ অর্থবছরে জারি করা বাংলাদেশ সরকারের ভূমি উন্নয়ন কর হার অনুসারে, স্থায়ী বসত বাড়ির খাজনা প্রতি শতকে নির্ধারিত হয়েছে ১০ টাকা। অর্থাৎ, আপনার যদি ৫ শতক বসত বাড়ি থাকে তাহলে ৫০ টাকা খাজনা দিতে হবে।
আবার বাণিজ্যিকভাবে চা, কফি, রাবার, ফুল-ফলের বাগান, মৎস্য চাষ, চিংড়ি চাষ, হাঁস মুরগির এবং গবাদি পশু পালনে যেকোন ভূমি বা জমির খাজনা শতক প্রতি ২ টাকা।
আরও পড়ুন — জমি ক্রয়ের ক্ষেত্রে করণীয়
আরও পড়ুন — জমির পরিমাপ শতাংশ হিসাব বের করার সূত্র
বাড়ির খাজনা দেওয়ার নিয়ম
জমিজমা সংক্রান্ত কাজে বাংলাদেশ এক ধাপ এগিয়ে গিয়েছে। ভূমি বিষয়ক সকল কাজ এখন অনলাইনে করতে পারবেন।
ঠিক তেমনি ভাবে অনলাইনে বাড়ির খাজনা দিতে পারবেন। এজন্য ldtax.gov.bd ওয়েবসাইটে ভিজিট করবেন।
তারপর জমির মালিকের তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এবার পরবর্তী ধাপগুলো ফিলাপ করে বিকাশ, নগদ বা রকেটে খাজনার টাকা পরিশোধ করুন।
এখন আপনি অনলাইনে খাজনা দিতে না পারেন তাহলে ইউনিয়নের ভূমি অফিসে যোগাযোগ করবেন।