বাংলাদেশে হিন্দু আইনে মায়ের সম্পত্তি বন্টন নিয়ে প্রচলিত অনেক ভুল রয়েছে। অনেকেই ভাবে, হিন্দু আইনে মায়ের সম্পত্তিতে ছেলে চেয়ে মেয়ের অধিকার বেশি কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। তাই চলুন, বাংলাদেশে হিন্দু আইনে মায়ের সম্পত্তি কে পাবে তা বিস্তারিত জেনে নেই।
বাংলাদেশে হিন্দু আইনে মায়ের সম্পত্তি কে পাবে
বাংলাদেশে হিন্দু আইনে মায়ের সম্পত্তি পুত্র, পৌত্র, প্রপৌত্র পাবে। অর্থাৎ, মায়ের সম্পত্তিতে তার ছেলে বা ছেলে জীবিত না থাকলে তার নাতি অথবা নাতি জীবিত না থাকলে তার ছেলে সম্পত্তি পাবে।
এখন হিন্দু মায়ের যদি ছেলে সন্তান না থাকে তাহলে সম্পত্তি তার কন্যা সন্তান পাবে।
হিন্দু আইনে মায়ের সম্পত্তিতে ছেলের অধিকার
হিন্দু আইনে মায়ের সম্পত্তিতে ছেলের সবচেয়ে বেশি। দেখা যায়, হিন্দু আইনে মায়ের সম্পত্তিতে ছেলেরাই সকল সম্পত্তির মালিক।
মুসলিম উত্তরাধিকার আইনে যেমন মায়ের সম্পত্তিতে কন্যা সন্তানের অধিকার থাকে। কিন্তু হিন্দু উত্তরাধিকার আইনে মায়ের সম্পত্তিতে কন্যা সন্তানের কোন অংশ বা অধিকার নেই।
আরও পড়ুন — বাবার সম্পত্তিতে মেয়ের অংশ কতটুকু
হিন্দু আইনে মায়ের সম্পত্তিতে মেয়ের অধিকার
সর্বশেষ হিন্দু আইন অনুযায়ী মায়ের সম্পত্তিতে মেয়ের কোন অধিকার নেই। কারণ বাংলাদেশে হিন্দু আইন অনুসারে, মায়ের সম্পত্তিতে অধিকাংশ অংশ ছেলে সন্তান পাবে। মায়ের সম্পত্তিতে কোন কোন ক্ষেত্রে মেয়েরা যৌতুক ও অন্বধেয়ন অংশ পাবে। কিন্তু এটাও সবার জন্য প্রযোজ্য নয়।
আরও পড়ুন — মায়ের সম্পত্তি ভাগের নিয়ম
হিন্দু আইনে মায়ের সম্পত্তিতে মেয়ের অধিকার বাংলাদেশ
হিন্দু আইনে মায়ের সম্পত্তিতে মেয়ের কোন অধিকার নেই। অর্থাৎ, হিন্দু পরিবারের মেয়েরা মায়ের সম্পত্তিতে কোন অংশই পাবে না।
সর্বশেষ হিন্দু আইন অনুযায়ী, মায়ের সম্পত্তি পুত্র, পৌত্র বা প্রপৌত্র পাবেন। তবে পুত্র, পৌত্র, প্রপৌত্র না থাকলে তখন মেয়েটা মায়ের সম্পত্তি পাবে।