বাবার সম্পত্তিতে ছেলের যেমন অধিকার আছে ঠিক তেমনিভাবে মেয়েও অধিকার আছে। বাবার সম্পত্তিতে মেয়ের অংশ কতটুকু তা অনেকেই জানি না। তাই চলুন, বাবার সম্পত্তিতে মেয়েদের অধিকার সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
সম্পত্তি বন্টন নিয়ে আমাদের দেশে ঝামেলার কোন অন্ত নাই। সচরাচর আমরা মা-বাবার সম্পত্তিতে বোনদের ভাগ দিতে একটু গড়িমসি করি। কিন্তু এটা ঠিক না। কারণ মহান আল্লাহ তা’আলা পবিত্র কোরআনে এ সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছেন।
তাই আমরা কখনোই বাবার সম্পত্তিতে থেকে বোনদের বঞ্চিত করবো না। যার যার প্রাপ্য সম্পত্তি তাকে বুঝিয়ে দিবো। তাহলে ইহকাল ও পরকালে ভালো থাকবো।
বাবার সম্পত্তিতে মেয়ের অংশ কতটুকু
বাবার সম্পত্তিতে মেয়ের অংশ ভাইয়ের অংশের অর্ধেক। অর্থ্যাৎ, ছেলে যদি ৪ শতক জমি পায় তাহলে মেয়ে পাবে ২ শতক। আবার ছেলে যদি ২ বিঘা জায়গা পায় তাহলে মেয়ে পাবে ১ বিঘা।
এখন বাবার যদি কোন পুত্র সন্তান না থাকে শুধুমাত্র কন্যা সন্তান থাকে তাহলে ভাগবাটোয়ারা অন্যভাবে হবে।
বাবার যদি একটিমাত্র কন্যা সন্তান থাকে সেক্ষেত্রে মোট সম্পত্তির অর্ধেক মেয়ে পাবে। আর অবশিষ্ট অর্ধেক অংশ পাবে ওয়ারিশরা।
আবার বাবার যদি একাধিক কন্যা থাকে সেক্ষেত্রে মোট সম্পত্তির ৩ ভাগের ২ ভাগ কন্যারা পাবে এবং তারা নিজেদের মধ্যে ২ ভাগ সমান করে ভাগ করে নিবে। আর অবশিষ্ট ১ ভাগ ওয়ারিশরা পাবে।
আরও পড়ুন — ছেলে সন্তান না থাকলে মায়ের সম্পত্তির বন্টন
বাবার সম্পত্তিতে মেয়েদের অধিকার
যদি বাবার ছেলে সন্তান থাকে সেক্ষেত্রে সম্পত্তিতে মেয়েদের অধিকার ভাইয়ের অর্ধেক। অর্থ্যাৎ, বাবার সম্পত্তিতে এক ভাই যা পাবে এক মেয়ে তার অর্ধেক পাবে।
বাবার কোন ছেলে সন্তান না থাকলে সেক্ষেত্রে মেয়েরা ৩ অংশের ২ অংশ পাবে ও অবশিষ্ট ১ অংশ অন্যরা পাবেন। আর যদি বাবার একটিমাত্র মেয়ে থাকে তাহলে সে অর্ধেক পাবে এবং অবশিষ্ট অর্ধেক অন্যরা পাবে।
বাবার সম্পত্তি মেয়েরা কতটুকু পাবে
বাবার সম্পত্তিতে মেয়েরা এক ভাইয়ের অর্ধেক পাবে। মনে করেন, বাবার সম্পত্তিতে এক ভাই ২ শতক জায়গা পেল সেক্ষেত্রে এক বোন পাবে ১ শতক জায়গা।
আরও পড়ুন — মায়ের সম্পত্তি ভাগের নিয়ম
বাবার সম্পত্তিতে একমাত্র মেয়ের অধিকার
বাবার সম্পত্তিতে একমাত্র মেয়ের অধিকার ভাই যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। এখন বাবার যদি ছেলে সন্তান না থাকে তাহলে বাবার মোট সম্পত্তির অর্ধেক একমাত্র মেয়ে পাবে। বাকি অর্ধেক অংশ বাবার ওয়ারিশরা পাবে।