আমাদের সমাজে বাবার সম্পত্তি ভাগের নিয়ম নিয়ে আলোচনার কোন অন্ত নেই। বিশেষ করে, বাবার সম্পত্তি থেকে মেয়েদের বঞ্চিত করা হয়। আবার অনেক জায়গায় জোরপূর্বক ভাবে মেয়ের কাছে থেকে বাবার সম্পত্তি লিখে নেওয়া হয়।
অথচ মহান আল্লাহ তা’আলা ১৪ বছর পূর্বে পবিত্র কুরআনে বাবার সম্পত্তি বন্টন আইন শিখিয়ে দিয়েছেন। কিন্তু আমরা আল্লাহতালার সম্পত্তি বন্টন আইন না মেনে নিজের মেয়ে/বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করি।
তো চলুন, ইসলামে বাবার সম্পত্তি ভাগের নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
বাবার সম্পত্তি ভাগের নিয়ম
মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী, বাবার সম্পত্তিতে ছেলেরা যা পাবে মেয়েরা তার অর্ধেক পাবে। অর্থ্যাৎ, বাবার সম্পত্তিতে ছেলে-মেয়ের অধিকার ২:১ ।
সহজভাবে বলতে গেলে, বাবার রেখে যাওয়া সম্পত্তিতে ছেলেরা যদি ১০ পায় তাহলে মেয়েরা পাবে ৫ টাকা। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে নিচের প্যারা পড়ুন।
বাবার সম্পত্তি বন্টন আইন বাংলাদেশ
বাংলাদেশে বাবার সম্পত্তি বন্টন আইন মূলত মুসলিম উত্তরাধিকার আইন অনুসারে বন্টন করা হয়। বাবার যদি একটি ছেলে ও একটি মেয়ে সন্তান থাকে তাহলে সম্পদের অনুপাত ২:১। অর্থ্যাৎ, ছেলে যা পাবে মেয়ে তার ১/২ অংশ পাবে।
বাবার যদি শুধুমাত্র একটি মাত্র ছেলে এবং একাধিক মেয়ে থাকে তাহলে মেয়েরা ছেলের ১/২ অংশ পাবে। অর্থ্যাৎ, মেয়েরা ছেলের অর্ধেক অংশ পাবে।
ঠিক একই রকম হবে বাবার একাধিক ছেলে সন্তান ও এক বা একাধিক মেয়ে সন্তান থাকলে। ছেলের সন্তান যে অংশ পাবে মেয়ে/মেয়েরা তার ১/২ অংশ পাবে।
বাবার সম্পত্তিতে ছেলের অংশ কতটুকু
মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী, বাবার সম্পত্তিতে ছেলের অংশ কতটুকু মেয়ে চেয়ে দ্বিগুণ। অর্থ্যাৎ, বাবার সম্পত্তির ৩ অংশের ২ অংশ ছেলে পাবে। আর বাকি ১ অংশ মেয়ে পাবে।
বাবার সম্পত্তিতে মেয়ের অংশ কতটুকু
বাবার সম্পত্তিতে মেয়ের অংশ ছেলের অর্ধেক। অর্থ্যাৎ, বাবার সম্পত্তির ৩ ভাগের ১ ভাগ মেয়ে পাবে আর বাকি ২ ভাগ ছেলে সন্তান পাবে।
বাবার সম্পত্তি ভাগের নিয়ম ছেলে না থাকলে
ছেলে সন্তান যদি না থাকে তাহলে বাবার সম্পত্তি ভাগ করা নিয়ে ঝামেলার শেষ থাকে না। তবে ইসলামে এ সম্পর্কে অনেক সহজ সমাধান দিয়েছেন।
বাবার যদি একটি মেয়ের সন্তান থাকে (ছেলে সন্তান না থাকে) তাহলে বাবার সম্পত্তির অর্ধেক মেয়ে সন্তান পাবে। আর যদি একাধিক মেয়ে সন্তান থাকে তাহলে সম্পর্কে ৩ ভাগের ২ ভাগ মেয়েরা পাবে। আর বাকি অংশ ওয়ারিশ পাবে।
বাংলাদেশে পিতার সম্পত্তি কিভাবে ভাগ করা হয়?
বাংলাদেশে পিতার সম্পত্তি ভাগের নিয়ম হচ্ছে ছেলে/ছেলেরা যে অংশ পাবে মেয়ে/মেয়েরা তার ১/২ অংশ (অর্ধেক) পাবে। অর্থ্যাৎ, বাবার সম্পত্তি ২:১ অনুপাতে ছেলে-মেয়ের মধ্যে বন্টন হবে।
বাবার সম্পত্তি দুই ভাই এক বোন জমিন কিভাবে বন্টন করা হয় জমিনের পরিমাণ পরিমাণ ১২ শতাংশ
দুই ভাই ৪.৮ শতাংশ জমি পাবে আর বোন পাবে ২.৪ শতাংশ।
বাবার সম্পত্তি এক অংশ এক বাই দখল করলে অন্য বাই যদি ঐ অংশ থাকে দাবি করে তাহলে করণীয় কি।