যেকোনো জমি ক্রয়-বিক্রয় অথবা জমির সঠিক মালিকানা বের করতে বি আর এস খতিয়ান যাচাই করার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আর ভূমি অফিসে গিয়ে খতিয়ান তল্লাশি করতে হবে না। বর্তমানে eporcha.gov.bd ওয়েবসাইটে গিয়ে বি আর এস খতিয়ান অনলাইন চেক করতে পারবেন।
মোবাইল দিয়ে বি আর এস খতিয়ান অনুসন্ধান করতে খতিয়ান সম্পর্কিত বেশ কয়েকটি তথ্য লাগবে। যেমনঃ
- বিভাগ;
- জেলা;
- উপজেলা;
- সঠিক মৌজা;
- দাগ নং/ খতিয়ান নং/ মালিকের নাম।
বি আর এস খতিয়ান যাচাই পদ্ধতি
বি আর এস খতিয়ান যাচাই করতে প্রথমে eporcha.gov.bd লিংকে ক্লিক করে সার্ভে খতিয়ান অপশন নির্বাচন করুন। এবার আপনার বিভাগ, জেলা এবং উপজেলা নির্বাচন করবেন।
তারপরে খতিয়ানের ধরণ থেকে বি আর এস নির্বাচন করে আপনার সঠিক মৌজা নির্বাচন করুন। অতঃপর খতিয়ান নং নিয়ে খুজুন বাটনে ক্লিক করলে বি আর এস খতিয়ানের যাবতীয় তথ্য দেখতে পারবেন।
অথবা দাগ নাম্বার/মালিকের নাম দিয়ে বি আর এস খতিয়ান যাচাই করতে অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে দাগ নাম্বার/মালিকের নাম লিখে খুজুন অপশনে ক্লিক করুন।
বি আর এস খতিয়ান অনলাইন চেক করুন
- বি আর এস খতিয়ান অনলাইন চেক করতে eporcha.gov.bd এই সাইটে প্রবেশ করবেন;
- তারপরে সার্ভে খতিয়ান অপশন সিলেক্ট করে জমির বিভাগ, জেলা, উপজেলা এবং মৌজা নির্বাচন করে দিবেন;
- এবার খতিয়ানের ধরণ থেকে বি আর এস নির্বাচন করুন;
- এরপরে খতিয়ান নাম্বার দিয়ে খুজুন বাটনে ক্লিক করে বি আর এস খতিয়ান অনুসন্ধান করুন।
আরও পড়ুন — নাম দিয়ে জমির মালিকানা যাচাই
বি এস খতিয়ান অনুসন্ধান করার নিয়ম
বি এস খতিয়ান অনুসন্ধান করতে eporcha.gov.bd এই ওয়েবসাইটে ভিজিট করুন। এরপরে সার্ভে খতিয়ান অপশন নির্বাচন করে জমির বিভাগ, জেলা এবং উপজেলা নির্বাচন করুন। এখন খতিয়ানের ধরণ থেকে বি এস নির্বাচন করুন।
এবার মৌজা নির্বাচন করে জমির খতিয়ান নং/দাগ নং/মালিকের নাম লিখে খুজুন বাটনে ক্লিক করলে বি এস খতিয়ান যাচাই করতে পারবেন।
উপরের উল্লেখিত ধাপগুলো ফলো করলে যেকোনো জমির বি এস খতিয়ান অনুসন্ধান করতে পারবেন মাত্র ১ মিনিটে
FAQ’s
বি আর এস রেকর্ড যাচাই করবো কীভাবে?
বি আর এস রেকর্ড যাচাই করতে প্লে স্টোর থেকে eKhatian অ্যাপ ইনস্টল করে জমির বিভাগ, জেলা, উপজেলা, খতিয়ানের ধরণ, মৌজা এবং খতিয়ান নাম্বার/দাগ নাম্বার/মালিকের নাম দিয়ে খুজুন বাটনে ক্লিক করুন।
বি আর এস খতিয়ান কত সালে হয়?
সর্বশেষ জরিপ অনুযায়ী, বি আর এস খতিয়ান ১৯৯৮ সালে হয়।
জেলা ঠাকুরগাঁও অপ জেলা রানিশংকেল নাম জসিম উদ্দিন