মায়ের সম্পত্তি ভাগের নিয়ম নিয়ে আমাদের সমাজে প্রচলিত কিছু ভুল ধারণা রয়েছে। অনেকেই মনে করেন, মায়ের সম্পত্তিতে মেয়েদের ভাগ বেশি।
কিন্তু এটা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা। কারণ মুসলিম উত্তরাধিকার আইনে অনুযায়ী, সম্পত্তির মালিক বাবা-মা যিনিই হোক না কেন সম্পত্তিতে ছেলে এবং মেয়ের অংশ ২:১। এ বিষয়ে আরো বিস্তারিত জানুন নিচের লেখা থেকে।
মায়ের সম্পত্তি ভাগের নিয়ম
আমরা অনেকেই মনে করি, মায়ের সম্পত্তিতে মেয়েরা অংশ বেশি পাবে। কিন্তু একটা ভুল ধারণা। কারণ বাবার সম্পত্তি যেভাবে বন্টন হয় তেমনভাবে মায়ের সম্পত্তিও একইভাবে বন্টন করা হয়।
মুসলিম উত্তরাধিকার আইনে অনুযায়ী, মায়ের সম্পত্তির ৩ ভাগের ২ ভাগ ছেলে সন্তানেরা পাবে এবং ১ ভাগ মেয়ে সন্তানেরা পাবে। অর্থাৎ, মায়ের সম্পত্তিতে ছেলে যা পাবে তার অর্ধেক মেয়ে পাবে।
মনে করেন, মায়ের ৩ টাকা আছে। তাহলে ছেলে পাবে ২ টাকা আর মেয়ে ১ টাকা পাবে।
এখন মৃ*ত মায়ের যদি শুধুমাত্র ১ টি মেয়ে সন্তানেরা থাকে তাহলে মায়ের সম্পত্তির অর্ধেক মেয়ে পাবে এবং অর্ধেক পাবে মৃ*ত মায়ের ওয়ারিশগণ।
আবার মৃ*ত মায়ের যদি কোন ছেলে সন্তান না থাকে কিন্তু দুই বা ততোধিক মেয়ে থাকে তাহলে মেয়েরা পাবে ৩ ভাগের ২ ভাগ। আর বাকি ১ ভাগ ওয়ারিশগণ পাবে।
আরও পড়ুন — ছেলে সন্তান না থাকলে মায়ের সম্পত্তির বন্টন
মায়ের সম্পত্তি ছেলে মেয়ে কতটুকু পাবে
মায়ের সম্পত্তি ছেলে পাবে ২ অংশ এবং মেয়ে পাবে ১ অংশ। অর্থাৎ, মায়ের সম্পত্তি ছেলে মেয়ে পাবে ২:১ অংশ।
সহজভাবে বলতে গেলে, মনে করেন আপনার মৃ*ত মায়ের ৩ শতক জমি আছে। এই জমির ২ শতক পাবে ছেলে আর বাকি ১ শতক মেয়ে পাবে।
আবার মৃ*ত মায়ের যদি কোন ছেলে না থাকে শুধুমাত্র ১টি মেয়ে থাকে তাহলে ৩ শতকের ১.৫ শতক মেয়ে এবং বাকি ১.৫ ওয়ারিশগণ পাবে।
এছাড়া মৃ*ত মায়ের যদি ২ জন বা ৩/৪/৫/৬ জন মেয়ে থাকে তাহলে ৩ শতকের ২ শতক মেয়েরা পাবে এবং বাকি ১ শতক ওয়ারিশগণ পাবে।
মায়ের সম্পত্তিতে মেয়ের অংশ কত?
মায়ের সম্পত্তিতে মেয়ের অংশ ৩ ভাগের ১ ভাগ। আর ছেলে না থাকে শুধুমাত্র যদি একটি মেয়ে থাকে তাহলে মেয়ে মায়ের অর্ধেক পাবে। আর দুই বা তার অধিক মেয়ে থাকলে ৩ ভাগের ২ ভাগ পাবে।
আরও পড়ুন — বাবার সম্পত্তিতে মেয়ের অংশ কতটুকু
জীবিত মায়ের সম্পত্তি ভাগের নিয়ম
জীবিত মায়ের সম্পত্তি ভাগের কোন নিয়ম নেই। কারণ জীবিত মানুষ ইচ্ছা করলে তার সম্পত্তি দান, বিক্রি বা যে কাউকে রেজিস্ট্রি করে দিয়ে যেতে পারে।
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর- FAQ’s
মহিলাদের সম্পত্তির ওয়ারিশ কারা?
মহিলাদের সম্পত্তির ওয়ারিশ তার ছেলে-মেয়ে। ছেলে মেয়ে যদি না থাকে তাহলে ভাই ও বোনের সন্তানরা পাবে।
ছেলে সন্তান না থাকলে মায়ের সম্পত্তির বন্টন
ছেলে সন্তান না থাকলে মায়ের সম্পত্তির ওয়ারিশরা পাবে। এক্ষেত্রে ওয়ারিশরা মুসলিম উত্তরাধিকার আইনে অনুযায়ী সম্পত্তি পাবে।
ইসলামে মায়ের সম্পত্তি কিভাবে ভাগ করা হয়?
ইসলামে মায়ের সম্পত্তির ৩ ভাগের ২ ভাগ ছেলে সন্তান পাবে এবং বাকি ১ ভাগ মেয়ে পাবে। অর্থাৎ, ইসলামে মায়ের সম্পত্তিতে ছেলে যে অংশ পাবে মেয়ে তা অর্ধেক পাবে।
মায়ের সম্পত্তিতে ছেলে ও মেয়ের অংশ কত?
মায়ের সম্পত্তিতে ছেলে ও মেয়ের অংশ ২:১। মানে মায়ের সম্পত্তি যদি ৩০ টাকা টাকা থাকে তাহলে ছেলে পাবে ২ টাকা এবং মেয়ে ১ টাকা পাবে।
মায়ের আগে ছেলে-মেয়ে মারা গেলে ছেলে-মেয়ের ওয়ারিশগণ কি মায়ের সম্পত্তির ভাগ পাবে কিনা?