আপনি যদি অল্প খরচে উন্নত চিকিৎসার জন্য প্রতিবেশী দেশ ইন্ডিয়া যেতে চান তাহলে ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগে তা জানতে হবে। তাই চলুন, ইন্ডিয়ান মেডিকেল ভিসা করতে কি কি লাগে ২০২৪ সম্পর্কে সর্বশেষ তথ্য জেনে নেই।
ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
বৈধ পাসপোর্টঃ ইন্ডিয়ান মেডিকেল ভিসা করতে সর্বপ্রথম দরকার বৈধ পাসপোর্ট এবং পাসপোর্টের নূন্যতম ৬ মাস থাকলে ভালো হয়।
ছবিঃ আবেদনকারীর সদ্য তোলা দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি সাদা ব্যাকগ্রাউন্ডের রঙিন ছবি।
জাতীয় পরিচয়পত্রঃ জাতীয় পরিচয় পত্র হিসেবে এনআইডি কার্ডের ফটোকপি অথবা অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি।
ব্যাংক স্টেটমেন্টঃ আর্থিক সচ্ছলতা প্রমাণের জন্য বিগত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে।
ইউটিলিটি বিলের কাগজঃ আবাসস্থল প্রমাণের জন্য ইন্টারনেট বিল বা গ্যাস বিল অথবা বিদ্যুৎ বিলের কপি।
পরিচয়পত্রঃ আবেদনকারী যদি শিক্ষার্থী হয় তাহলে স্টুডেন্ট আইডি, ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স এবং সরকারি-বেসরকারি চাকরিজীবী হল GO/NGO লাগবে।
প্রত্যয়ন পত্রঃ আবেদনকারীর রোগ সংক্রান্ত বাংলাদেশী ডক্টরের প্রত্যয়নপত্র বা প্রেসক্রিপশনের কপি।
অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টসঃ ইন্ডিয়ান যে ডাক্তারের চিকিৎসা গ্রহণ করবেন তার আমন্ত্রণপত্র, থাকা খাওয়া ব্যবস্থা প্রমাণের এর জন্য হোটেল বুকিং এবং ফেরতের টিকিট লাগে।
আরও পড়ুন — নাম দিয়ে জমির মালিকানা যাচাই
ইন্ডিয়ান মেডিকেল ভিসা করতে কি কি লাগে
- আবেদনকারীর বৈধ পাসপোর্ট,
- এনআইডি অথবা অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি,
- সাম্প্রতিক তোলা ২” বাই ২” সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের রঙিন ছবি,
- বিগত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট,
- বাংলাদেশী ডাক্তারের প্রেসক্রিপশন/প্রত্যয়ন পত্র,
- শিক্ষার্থী হলে স্টুডেন্ট আইডি, ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স এবং চাকরিজীবী হলে GO/NGO,
- ইন্ডিয়ান ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট লেটার।
ইন্ডিয়ান মেডিকেল ভিসা করার নিয়ম
ইন্ডিয়ান মেডিকেল ভিসা করার জন্য সর্বপ্রথম উক্ত প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে। তারপরে ভারতীয় ভিসা সেন্টারে গিয়ে করে মেডিকেল ভিসার আবেদন করবেন।
আবেদন করার সময় প্রয়োজনীয় ডকুমেন্টস সঠিক দেওয়ার ওয়ার চেষ্টা করবেন। তাহলে ৫-৮ দিনের মধ্যেই ভিসা হাতে পাবেন।
ইন্ডিয়ান মেডিকেল ভিসা ফরম বাংলাদেশ
আপনি এখন অনলাইনে ইন্ডিয়ান মেডিকেল ভিসার আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে www.ivacbd.com সাইটে ভিজিট করবেন।
তারপরে আবেদনের ধাপগুলো ফলো করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন প্রক্রিয়া শেষ করুন। এখন আপনি যদি অনলাইনে আবেদন করতে না পারেন তাহলে ইন্ডিয়ান ভিসা সেন্টারে যোগাযোগ করবেন।
সাধারণ জিজ্ঞাসাঃ (FAQ’s)
ভারতীয় মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগে?
ভারতীয় মেডিকেল ভিসা করতে বৈধ পাসপোর্ট, জাতীয় পরিচয় পত্র, ছবি, ডাক্তারের প্রত্যয়ন, ব্যাংক স্টেটমেন্ট এবং ইউটিলিটি বিলের কাগজ লাগে।
ইন্ডিয়ান মেডিকেল ভিসা নিয়ে কয়দিন থাকা যায়?
ইন্ডিয়ান মেডিকেল ভিসা নিয়ে ৬০ দিন পর্যন্ত থাকা যাবে। এখন ইন্ডিয়া যাওয়ার পর যদি রোগীর সমস্যা বেড়ে গেছে ডাক্তারের অনুমতি নিয়ে আরো কিছু দিন থাকতে পারবেন। এক্ষেত্রে ইন্ডিয়াতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করবেন।
ইন্ডিয়ান মেডিকেল ভিসা কত দিনে পাওয়া যায়
ইন্ডিয়ান মেডিকেল ভিসায় আবেদন করার ৩ থেকে ৭ দিনের মধ্যেই ভিসা পাওয়া যায়। তবে কারো কারো ৭ থেকে ১৫ দিনও লাগে মেডিকেল ভিসা হাতে পেতে।
ব্যাংক একাউন্ট যদি না থাকে তাহলে কি ভারতীয় ভিসা করা যাবে
না, ব্যাংক স্টেটমেন্ট ছাড়া ভারতীয় ভিসায় আবেদন করা যাবে না।