ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করতে কি কি লাগে ২০২৪ 

বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ভ্রমণ করতে একটি ইন্ডিয়ান টুরিস্ট ভিসা লাগবে। টুরিষ্ট ভিসা করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়া। ভিসার আবেদন করার সময় যদি সঠিক কাগজপত্র জমা দেন তাহলে অতি দ্রুতই টুরিস্ট ভিসা হাতে পেয়ে যাবেন। তাই আসুন, ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করতে কি কি লাগে তা দেখে নেই।

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করতে কি কি লাগে

  1. বৈধ পাসপোর্ট ও পাসপোর্টের মেয়াদ
  2. নূন্যতম ৬ মাস থাকতে হবে
  3. এনআইডি কার্ড অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি
  4. আবেদনকারীর সাম্প্রতি তোলা ২”×২” সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের রঙিন ছবি
  5. আর্থিক সচ্ছলতা প্রমাণের জন্য বিগত ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট বা ১৫০ ডলার এনডোর্সমেন্টের ডকুমেন্টস
  6. ঠিকানা প্রমাণের জন্য গ্যাস/পানি/বিদ্যুৎ বিলের কপি
  7. আবেদনকারীর শিক্ষার্থী হলে স্টুডেন্ট আইডি কার্ড, ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স এবং চাকরিজীবী হলে NOC

ইন্ডিয়ান টুরিস্ট ভিসার প্রয়োজনীয় কাগজপত্র

  • ৬ মাস মেয়াদি বৈধ পাসপোর্ট
  • ভোটার আইডি কার্ড অথবা অনলাইন জন্ম সনদের ফটোকপি
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ডের
  • ইউটিলিটি বিলের কপি
  • ব্যাংক স্টেটমেন্ট/ ডলার এনফোর্সমেন্ট
  • স্টুডেন্ট আইডি কার্ড/ট্রেড লাইসেন্স/ NOC

ইন্ডিয়ান টুরিস্ট ভিসার আবেদন প্রক্রিয়া

আপনি ইচ্ছা করলে এখন অনলাইনে ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে ভারতীয় টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে ivacbd.com সাইটে ভিজিট করবেন।

তারপরে Apply Online করতে হবে। এবার Appointment & Payment করে Forms Submission করবেন। অতঃপর Passport Collection করে নিবেন।

তবে আপনি যদি অনলাইনে আবেদন করতে না পারেন তাহলে নিকটস্থ ভারতীয় ভিসা সেন্টার যোগাযোগ করবেন।

সাধারণ জিজ্ঞাসা: (FAQ’s) 

ভারতের টুরিস্ট ভিসার জন্য কোথায় আবেদন করব?

ভারতের টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে ভারতীয় ভিসা সেন্টারে যোগাযোগ করবেন। এছাড়া অনলাইনে আবেদন করতে https://www.ivacbd.com/ সাইটে ভিজিট করুন। 

ইন্ডিয়ান টুরিস্ট ভিসার আবেদন ফি কত?

ইন্ডিয়ান টুরিস্ট ভিসার আবেদন ফি ৯০০ টাকা (ভবিষ্যতে কম বেশি হতে পারে)।

ইন্ডিয়ান টুরিষ্ট ভিসার জন্য কত দিনের ব্যাংক স্টেটমেন্ট দিতে হয়?

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা জন্য বিগত ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট দিতে হয়।

লেনদেন হয়নি এমন ব্যাংক স্টেটমেন্ট কি দেয়া যাবে?

লেনদেন হয়নি এমন ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ইন্ডিয়ান ভিসা এপ্লাই করা যাবে না। কারণ আর্থিক সচ্ছলতা প্রমাণের জন্য বিগত তিন মাসের লেনদেন করতে হবে। 

ইন্ডিয়ান টুরিস্ট ভিসার মেয়াদ কত দিন?

ইন্ডিয়ান টুরিষ্ট ভিসার মেয়াদ ৬ মাস থাকে। ইন্ডিয়ান টুরিষ্ট ভিসার ইস্যুর তারিখ হতে ৬ মাস পর্যন্ত এর মেয়াদ থাকবে।

এই সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *