Rs জরিপ কত সালে হয় | Bs জরিপ কত সালে হয় | কোন জরিপ কত সালে হয়

কোন ভূমির মালিক কে এবং সে কতটুকু ভূমি পাবে তা সরেজমিনে ভূমি জরিপের মাধ্যমে নকশা বা ম্যাপ তৈরি করা হয়।

আমাদের ভূমি জরিপ সম্পর্কিত কমন কিছু প্রশ্ন হচ্ছে বাংলাদেশে সর্বশেষ ভূমি জরিপ, rs জরিপ কত সালে হয় এবং bs জরিপ কত সালে হয়। তাই চলুন, কোন জরিপ কত সালে হয় এ সম্পর্কে বিস্তারিত জেনে নেই। 

বাংলাদেশে সর্বশেষ ভূমি জরিপ কত সালে হয়

বাংলাদেশে ১৯৯৮ সালে সর্বশেষ ভূমি জরিপ করা হয়। এটাই ছিল দেশের সর্বশেষ ভূমি জরিপ। 

Rs জরিপ কত সালে হয়

জমিদারি অতিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ১৪৪ ধারা অনুসারে পরিচালিত জরিপকে rs জরিপ বলে। এটি rs খতিয়ান মানেই বেশি পরিচিত। 

রাজশাহী rs জরিপ ১৯৫৬ সালে শুরু হয়। তবে এখনো আমাদের দেশের অনেক জেলায় rs জরিপের কাজ কার্যক্রম চলমান রয়েছে। 

আরও পড়ুন — জমির পরিমাপ শতাংশ হিসাব বের করার সূত্র

Bs জরিপ কত সালে হয়

বাংলাদেশ সার্ভে জরিপের সংক্ষিপ্ত নাম হচ্ছে bs জরিপ। বাংলাদেশে ১৯৯৮ সালে bs জরিপ পরিচালিত হয়। যা এখন পর্যন্ত আধুনিক জরিপ নামে পরিচিত। 

সিএস জরিপ কত সালে হয়

সাধারণত বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের ১০১ ধারা মোতাবেক পরিচালিত জরিপই হচ্ছে সিএস জরিপ। এই জরিপের সময়কাল ১৮৮৭-১৯৪০ সাল। 

পেটি জরিপ কত সালে হয়

কোনো জেলার একটি এলাকার এক বা একাধিক মৌজায় বিচ্ছিন্নভাবে যে পরিচালিত হয় সেটাই পেটি জরিপ। 

পেটি জরিপ কত সালে হয় তার সঠিক তথ্য আমরা এখনো জানতে পারি নাই। আপনি যদি এ বিষয়ে জানেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। 

আরও পড়ুন — বসত বাড়ির খাজনা কত

দিয়ারা জরিপ কত সালে হয়

নদী ও সমুদ্র তীরবর্তী এলাকায় যদি নদী ভাঙ্গন অথবা নতুন জেগে ওঠা চরের সীমানা নির্ধারণ করতে যে জরিপ পরিচালিত হয় সেটাই দিয়ারা জরিপ। এটাকে দরিয়া জরিপও বলা হয়। 

১৮৬২ সালে সুন্দরবনে প্রথম দিয়ারা জরিপ হয়। এটাই দিয়ারা জরিপের সর্বশেষ জরিপ। 

সি এস খতিয়ান কত সালে হয়

সিএস জরিপই সিএস খতিয়ান। সি এস খতিয়ানের সময়কাল ১৮৮৮ থেকে ১৯৪০ সাল পর্যন্ত।

এই সম্পর্কিত আরও পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *